অ্যালুমিনিয়ামের দাম দুই বছরের সর্বোচ্চে

0

লোকসমাজ ডেস্ক॥চলতি সপ্তাহে সাম্প্রতিক সময়ের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চে পৌঁছেছে অ্যালুমিনিয়ামের দাম। ২০১৮ সালের পর থেকে সর্বোচ্চে উঠেছে মূল্যবান ধাতুটির দাম। যদিও এর আগে এর মূল্য কমে যাওয়ার শঙ্কায় ছিলেন বিনিয়োগকারীরা। তবে সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোতে উৎপাদন বৃদ্ধি এবং অর্থনীতির চাকাকে আরো গতিশীল করার উদ্যোগের ফলে অ্যালুমিনিয়ামের চাহিদা বেড়েছে। এছাড়াও কার্বন দূষণ রোধে চীনের অ্যালুমিনিয়ামের ব্যবহার কমানোর খবর বৈশ্বিক সরবরাহে ঘাটতি ডেকে এনেছে। ফলে চাহিদার তুলনায় কম অ্যালুমিনিয়ামের সরবরাহ এর মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মূল্য বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ২ হাজার ২৮৬ ডলার ৫০ সেন্ট। এর আগে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ছিল ২ হাজার ২৮২ ডলার ৫০ সেন্ট।
অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের ৬০ শতাংশ সরবরাহ করে থাকে চীন। তবে চলতি বছরে মোট উৎপাদন বৃদ্ধির সক্ষমতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা করছে সরকার। কারণ মধ্য মঙ্গোলিয়ার বেশকিছু কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। তাই উৎপাদনও কিছুটা কমে গেছে চীনের, যা বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশটির শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক চীনা হংকিয়াও গ্রুপ চলতি বছর কার্বন নিঃসরণে নিম্নহারের প্রতি নজর দিয়েছে। সেজন্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।