যবিপ্রবির সিএসই বিভাগের আয়োজনে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা সমাপ্ত

0

‘ডিডস’, ‘ম্যালওয়ার’ এবং ‘ওয়েব অ্যাপ্লিকেশন’ দিয়ে সাইবার আক্রমণের ধরন, কার্যপরিধি, ক্ষতিকারক দিকসমূহ এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। গত ২০ মার্চ যশোরের শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলন কক্ষে ‘সাইবার সিকিউরিটি ফর নেটওয়ার্কিং প্রফেশনালস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল। দণি কোরিয়া ভিত্তিক ট্রান্স ইউরোশিয়া ইনফরমেশন নেটওয়ার্কের ইউরোপীয়ান ইউনিয়নের এশিয়া কানেক্ট প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। তিনি বলেন, সারা বিশ^ এখন সাইবার জগতের উপর দারুনভাবে নির্ভরশীল। সুতরাং এ জগৎকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। তারই অংশ হিসেবে চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি কর্মশালার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে এ প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রতিষ্ঠানের সাইবার জগৎকে নিরাপদ রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সিইডিটি প্রকল্পের আইসিটি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, প্রভাষক মুস্তাফিজুর রহমান আকন্দ, মুস্তাইন বিল্লাহ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় নেটওয়ার্ক পেশাজীবীদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন সাইবার সিকিউরিটিতে দক্ষ বিশেষজ্ঞগণ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিডিরেনসহ বাংলাদেশের ২৫টি বিশ^বিদ্যালয় প্রায় ৩২ জন নেটওয়ার্ক পেশাজীবী অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।