পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা জবর দখল: তিন দিনের মধ্যে বালি সরানোর নির্দেশ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার শিববাটী ও কাটাখালীর মধ্যবর্তী স্থান স্মরণখালী মোজায় পাউবোর জায়গা বালু ভরাট করে দখলের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ৩ দিনের মধ্যে বালু সরানোর জন্য নোটিশ দিয়েছেন। উপজেলার স্মরণখালী গ্রামের ত্রিনাথ বাছাড় ও আলমতলা গ্রামের মুজিবর সরদার কয়েকদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা বালু ভরাট করে দখল করে নিচ্ছে। পাশে দুটি ঘর করে ভাড়া দেয়ারও অভিযোগে উঠেছে। সোমবার সকালে আরও এলাকা জুড়ে বালু ভরাট করতে থাকলে এলাকাবসী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হককে জানান। তিনি তড়িৎ পদক্ষেপ গ্রহন করার জন্য স্থানীয় তহশীলদার রেজোয়ানকে সরেজমিনে পাঠান ও পাউবো’র কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। তারা সরেজমিনে বিষয়টি দেখেন ও কাজ বন্ধের নির্দেশ দেন। একই সাথে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ৩ দিনের মধ্যে বালু অপসরনের জন্য নোটিশ দিয়েছেন বলে এস রাজু হাওলাদার জানান। ত্রিনাথ জানান, আমাদের জমিতে আমরা বালু ফেলছি। অনেকেই দখল করেছে। সেটা দোষের না। আমি নিলে অনেক দোষ। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, সরকারী সম্পত্তি জবর দখল করে স্থাপনা গড়ে তোলা চরম অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই কঠোর। আমিও এমন অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।