যশোরে দু’যুবককে আটকের পর পুলিশের অস্বীকার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর থেকে বাঁধন ও নাহিদ নামে দুই যুবককে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত রোববার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে বলে স্বজনদের অভিযোগ। কিন্তু তাদের আটক করা হলেও কোনো হদিস মিলছে না। তবে পুলিশের পক্ষ থেকেও তাদেরকে আটকের কথা স্বীকার করা হয়নি। স্বজনদের অভিযোগ, গত রোববার দিবাগত রাত দুটোর দিকে কোতয়ালি থানা পুলিশের এএসআই আল মিরাজ খান নিজ নিজ বাড়ি থেকে বাঁধন ও নাহিদ নামে ওই দুই যুবককে ধরে নিয়ে যান। বাঁধন শংকরপুরের কবির হোসেনের ছেলে ও নাহিদ একই এলাকার মাসুদ রানার ছেলে। কিন্তু কী কারণে তাদের আটক করা হয় পুলিশ তা স্বজনদের বলেনি। গতকাল সোমবার দুপুরে স্বজনেরা কোতয়ালি থানায় খোঁজ নিতে গেলে বাঁধন ও নাহিদের কোনো হদিস পাননি। থানা পুলিশও তাদের আটকের কথা স্বীকার করেনি। নাহিদের স্বজনেরা জানান, কোতয়ালি থানা পুলিশের এএসআই আল মিরাজ খান বাড়ি থেকে নাহিদকে ধরে নিয়ে যান। কিন্তু নাহিদ থানায় আটক নেই। তার কোনো হদিসও পাচ্ছেন না তারা। বাঁধনের পিতা কবির হোসেন জানান, পুলিশ ধরে নিয়ে যাবার পর তারা বাঁধনের কোনো সন্ধান পাচ্ছেন না। ফলে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে এএসআই আল মিরাজ খানের মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। কোতয়ালি থানা পুলিশের ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।