দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

0

লোকসমাজ ডেস্ক॥ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২২ মার্চ) দর বৃদ্ধির শীর্ষ স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক। কোম্পানির শেয়ার দর ৩২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির লেনদেন শুরুর আজ প্রথম দিন ছিল। শুরুতে ১৫ টাকা দরে লেনদেন শুরু হলেও সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে প্রিমিয়ার ব্যাংক। এর দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৩ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির ৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গোল্ডেন সন লিমিটেড ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, আমান কটন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিএটিবিসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, অরামিট লিমিটেড।