স্বর্ণের দর বৃদ্ধি দুই সপ্তাহে সর্বোচ্চে

0

লোকসমাজ ডেস্ক॥যুক্তরাষ্ট্রের ট্রেজারি নোটের ইল্ড কমে যাওয়ায় বেড়েছে স্বর্ণের দাম। এতে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। ফেডারেল সরকারের রিজার্ভ অর্থনীতির ভিত্তি কী হবে তা নিয়ে চলতি সপ্তাহের সভার ফলাফল দেখার অপেক্ষায় ছিলেন স্বর্ণের বাজারে বিনিয়োগকারীরা। যে সভায় ধাতুটির পরবর্তী দাম পরিবর্তনের বিষয়ে জানা যাবে বলে মনে করছিলেন তারা। খবর মার্কেট ওয়াচ।
এপ্রিলে স্বর্ণের সরবরাহ মূল্য সোমবার সর্বশেষ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির মধ্য দিয়ে আগের তুলনায় এর দাম ৯ দশমিক ৪০ ডলার বাড়ে, যার মধ্য দিয়ে সোমবার পণ্য বিনিময় বাজারে (কমেক্স) এর সর্বশেষ দাম আউন্সপ্রতি ১ হাজার ৭২৯ দশমিক ২ ডলারে স্থির হয়। অন্যদিকে রুপার সরবরাহ মূল্য বেড়েছে ৩৮ সেন্ট। প্রায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির ফলে মে মাসে এর সরবরাহ মূল্য আউন্সপ্রতি ২৬ দশমিক ২৯ শতাংশে স্থির হয়।
মূলত, সোমবার মার্কিন অর্থনৈতিক পরিসংখ্যানের তথ্য-উপাত্ত প্রকাশ হলে স্বর্ণ ও রুপার বাজারে এর প্রভাব পড়ে। এর আগে এ ধাতু দুটোর বাজার খানিকটা ওঠানামার মধ্যেই ছিল। তবে সব শেষে বাজারে স্বর্ণ-রুপার দাম স্থির হওয়ার মধ্য দিয়ে বিনিয়োগকারীরা তাদের লাভের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
যুক্তরাষ্ট্রের বুলিয়ান ভল্টের গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক আদ্রিয়ান অ্যাশের বিশ্বাস, যদি এ অবস্থার খুব একটা বড় ধরনের পরিবর্তন না হয় তবে স্বর্ণের সাম্প্রতিক ক্রয়-বিক্রয় বাজারে এখন কিছুটা স্থিরতা আসবে।
তিনি বলেন, স্বর্ণের বাজারের এ অবস্থা আরো বেশ কিছুদিন স্থির থাকবে বলে মনে হচ্ছে। কারণ গত বছরের এ সময় থেকেই দীর্ঘ একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বর্তমান পর্যায়ে এসেছে স্বর্ণের বাজার।