মেসির পাসে করা গোল ‘কবরে নিয়ে যাবেন’ বার্সার তরুণ তারকা

0

লোকসমাজ ডেস্ক॥ স্বপ্নের মতো এক ম্যাচ খেললেন বার্সেলোনার ১৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ইলাইস মরিবা। নিজের আইডল লিওনেল মেসির পাস থেকে করেছেন ক্লাব ক্যারিয়ারের প্রথম গোল। বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে শনিবার রাতে লা লিগায় করেছেন নিজের প্রথম গোলটি। শনিবার রাতে ওসাসুনার মাঠে ২-০ গোলে জিতে বাড়ি ফিরেছে বার্সেলোনা। ম্যাচের প্রথম গোলটি করেছেন জর্দি আলবা। দ্বিতীয়টি ইলাইস মরিবার নামে। ম্যাচের ৮৩ মিনিটের সময় মেসির পাস থেকে বাম পায়ের বুলেট গতির শটে জালের ঠিকানা খুঁজে নেন মরিবা। ম্যাচের পর কোনো রাখঢাক না রেখে মরিবা সরাসরিই বলেছেন, এই গোলের স্মৃতি তিনি কখনও ভুলতে পারবেন না। শুধু তাই নয়, তার কাছে সুযোগ থাকলে কবর পর্যন্ত নিয়ে যেতেন এই গোলটি। গত জানুয়ারিতে করনেলার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচ দিয়ে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় মরিবার। কোচ রোনাল্ড কোম্যানের পছন্দ হওয়ায়, তখন থেকে দলের আশপাশেই আছেন তিনি। চলতি মাসে আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় যাত্রা শুরু হয়েছে মরিবার। আর এবার ওসাসুনার বিপক্ষে পেয়ে গেছেন গোলের দেখা। এর প্রতিক্রিয়ায় বার্সা টিভিতে মরিবা বলেছেন, ‘মেসি আমাকে দারুণ একটা পাস দেয় এবং আমি জানি না কীভাবে, তবে জায়গা করে বাম পায়ে শট নেই। ঈশ্বরকে ধন্যবাদ যে, বলটি জালে প্রবেশ করেছে।’ মরিবার আরও যোগ করেন, ‘আমি এটা কোনোদিন ভুলব না এবং এটাকে আমি কবরেও নিয়ে যাবো। এখানে জায়গা পেতে অনেক প্রতিযোগিতা। তুমি তরুণ নাকি অভিজ্ঞ সেটা কোনো বিষয় না। ভালো খেললে অবশ্যই দলে জায়গা থাকবে। অভিজ্ঞরা আমাদের সাহায্য করে, ভালো উপদেশ দেয়।’ ক্যারিয়ারের প্রথম গোলটি তিনি বার্সেলোনার একাডেমি লা মাসিয়া ও নিজের বাবাকে উৎসর্গ করে বলেন, ‘মেসি আমাকে সঠিক জায়গায় থাকতে বলেছে যা আমি করেছি এবং শট নিয়েছি। আমি এই গোলটা আমার বাবা এবং লা মাসিয়াকে উৎসর্গ করছি। যেখানে আমি অনেক কিছু শিখেছি।’