রামপালে নিজের নিরাপত্তা চেয়ে এসপির কাছে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের আবেদন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জামিল হাসান (জামু)। প্রতিপরে হাত থেকে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার বিকেলে লিখিত আবেদন করেন এস.এম জামিল হাসান (জামু)। আবেদনের প্রেেিত তদন্ত করে আইনগত সহায়তা প্রদানের জন্য রামপাল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
লিখিত আবেদনে জামিল হাসান (জামু) বলেন, ‘আমি রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান কাউন্সিলে আমি নির্বাচিত হতে পারিনি। বর্তমান সাধারণ সম্পাদক ও রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনের সাথে আমার বিরোধ চলে আসছে। সেই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম। পথে ভাগার মোড়ের কাছে নতুন রেল লাইনের মাটির রাস্তার ওপর বেলাল বেপারী, শাহাজাহান বেপারী, রুহুল আমিন বেপারী, মামুন ঢালী, আছাদ শেখ, সোহাগ শেখ, রয়েল শেখ ও সজিব শেখসহ আরও ৫-৬ জন লোহার রড, হাতুড়ি ও চাইনিজ কুড়াল নিয়ে আমার গতিরোধ করে। গতিরোধকারীরা আমাকে গালিগালাজ করতে থাকে এবং খুন করার হুমকি দেয়। এদিকে জামিল হাসান (জামু)-র অভিযোগ অস্বীকার করে রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি। আমার কোন বাহিনী নেই। আমি কাউকে হুমকি দেয়নি। আমার নির্দেশে কারও গতিরোধ হয়নি। আর ভাগায় এমন ঘটনা ঘটেছে কিনা তাও আমি জানি না। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা ঘটনা সাজানো হচ্ছে।