যশোরে ইটভাটা মালিক-শ্রমিকদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার নির্ধারণের দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার প্রেসকাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অযান্ত্রিক পদ্ধতির অধিকাংশ জিগজ্যাগ ইট ভাটার মালিকগণ ২০১৭-২০১৮ ইট উৎপাদন মৌসুম থেকে পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র না পাওয়ায় বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। দেশের পরিবেশ দূষণরোধে ২০০২ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী ভাটা মালিকরা সনাতন পদ্ধতির ড্রাম চিমনীর পরিবর্তে ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যয়ে ১২০ ফুট উচু পরিবেশ বান্ধব চিমনী নির্মাণ করে। পরে ২০১০ সালে সরকারিভাবে পুনরায় অধিকতর জিগজ্যাগ ভাটা স্থাপনের নির্দেশ দেয়া হলে প্রায় প্রতিটি ভাটাকে এক কোটি টাকা ব্যয়ে জিগজ্যাগে রূপান্তর করা হয়। এরপরও ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে অধিকাংশ মালিক ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। যেখানে ওই আইনের একটি উপধারায় উল্লেখ বিশেষ কোন স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশে এই আইনে কোথাও ইটভাটা স্থাপন করা যাবে না। এমতাবস্থায় বক্তারা নিষিদ্ধ এলাকার দূরত্ব এক হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার নির্ধারণের জোর দাবি জানান। পাশাপাশি আগামী ২০২৫ সাল পর্যন্ত পরিবেশগত ছাড়পত্র পাওয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কাজী নাজীর আহমেদ মুন্নু, সহ-সভাপতি বাবর আলী বাবু, সেলিম রেজা বাবুল, মনিরামপুর উপজেলা সভাপতি হাজী বাবর আলী জোয়ার্দ্দার, ঝিকরগাছা উপজেলা সভাপতি শাহজান আলী, শার্শা উপজেলা সাধারণ সম্পাদক আবু হাসান জহির প্রমুখ। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।