বেনাপোলে চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের একটি পিরোজপুর থেকে উদ্ধার, যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ছয় মাস আগে যশোরের বেনাপোল থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের একটি উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে পিরোজপুর সদরের পাঙ্গাশিয়া গ্রাম থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে যশোরের ডিবি পুলিশ। এ ঘটনায় নিলয় মণ্ডল তীর্থ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে তিনি জবানবন্দি প্রদান করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ করেন। অপরদিকে বেনাপোলে মোটরসাইকেল দুটি চুরির সাথে শক্তিশালী চোর সিন্ডিকেট জড়িত বলে তথ্য পেয়েছে ডিবি পুলিশ। তাদের শনাক্ত ও আটকের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ২০২০ সালের ১৫ জুলাই রাতে বেনাপোলের কলেজপাড়ার বাবলুর রহমানের ছেলে নাসির হোসেন তাদের বাড়ির নিচতলায় দুটি মোটরসাইকেল রেখে দেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ এর মোটরসাইকেল দুটির একটির মালিক নাসির হোসেন এবং অপরটির মালিক তার খালাতোভাই সেলিম হোসেন। পরদিন ১৬ জুলাই ভোরে তারা টের পান যে, মোটরসাইকেল দুটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারি নাসির হোসেন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে ডিবি পুলিশ। সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম তথ্য প্রযুক্তির সাহায্যসহ নানা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে পিরোজপুর সদরের পাঙ্গাশিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল দুটির মধ্যে একটি উদ্ধার করেন। এই মোটরসাইকেলের মালিক নাসির হোসেনের খালাতোভাই সেলিম হোসেন। অভিযানকালে নিলয় ম-ল তীর্থ নামে ওই যুবককে আটক করা হয়। তিনি পিরোজপুর সদরের মাছিমপুর গ্রামের মৃত যদুনাথ ম-লের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, আটক নিলয় মণ্ডল তীর্থ বেনাপোলের এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকায় মোটরসাইকেলটি কিনেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মোটরসাইকেলটি কেনার পর ভুয়া নম্বর (সিলেট-ল-১১-৭৫৮৯) লাগিয়ে ব্যবহার করা হতো। তিনি আরও জানান, আটক নিলয় ম-ল তীর্থকে যশোরে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি আদালতে জবানবন্দি প্রদান করেন। সূত্রটি জানায়, ওই দুটি মোটরসাইকের চুরির সাথে বেনাপোলের একটি শক্তিশালী চোর সিন্ডিকেট জড়িত। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। চক্রের সদস্যদের আটক করা গেলে অনেক মোটরসাইকেল চুরির রহস্য উদঘাটন হতে পারে বলে আশা করা হচ্ছে।