চূড়ান্ত হলো আইপিএল নিলামের ভেন্যু ও তারিখ

0

লোকসমাজ ডেস্ক॥ অবশেষে চূড়ান্ত হলো আইপিএলের ২০২১ সালের আসরের খেলোয়াড় নিলামের ভেন্যু ও তারিখ। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে এবারের আইপিএলের নিলাম। গত ৬ জানুয়ারি আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় নির্ধারিত হয়েছিল, এবার ৮ দল নিয়েই হবে আইপিএল। তবে তখন নিলামের দিনক্ষণ ঠিক ছিল না। আজ (বুধবার) টুইটারে আনুষ্ঠানিকভাবে নিলামের তারিখ জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের প্রথম দুইটি ম্যাচ হবে চেন্নাইয়ে, যেখানে দ্বিতীয় ম্যাচটি শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। তাই আইপিএল নিলামের জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখটিই বেছে নিয়ে আইপিএল আয়োজকরা। তবে এখনও পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি আইপিএলের ১৪তম আসরটি ভারতের মাটিতে হবে কি না। ব্রিজেশ প্যাটেলের নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিল এ বিষয়ে সকল পথই খোলা রেখেছে। ভারতে সম্ভব না হলে গত আসরের মতো এবারও আরব আমিরাতেই হতে পারে আইপিএল।
এদিকে নিলামে খরচ করার জন্য সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি রুপি রয়েছে কিংস এলেভেন পাঞ্জাবের কাছে। এছাড়া ব্যাঙ্গালুরু ৩৫.৯০ কোটি রুপি, রাজস্থান ৩৪.৮৫ কোটি রুপি, চেন্নাই ২২.৯০ কোটি রুপি, মুম্বাই ১৫.৩৫ কোটি রুপি, দিল্লি ১২.৯০ কোটি রুপি, কলকাতা ১০.৭৫ কোটি রুপি এবং হায়দরাবাদ ১০.৭৫ কোটি রুপি খরচ করতে পারবে।
একনজরে দেখে নিন দলগুলোর রিলিজড ও রিটেইনড খেলোয়াড়দের তালিকা
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
রিলিজড প্লেয়ার- ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, মঈন আলি, ইসুরু উদানা, ডেল স্টেইন, শিবাম দুবে, উমেশ যাদব, পবন নেগি, গুরকিরাত মান এবং পার্থিব প্যাটেল।
স্কোয়াড- বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাড্ডিকাল, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজভেন্দ্র চাহাল, জশুয়া ফিলিপ, পবন দেশপান্ডে, শাহবাজ আহমাদ, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস এবং হার্শাল প্যাটেল। সর্বোচ্চ তিন বিদেশিসহ আরও ১৩ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে ব্যাঙ্গালুরু।
সানরাইজার্স হায়দরাবাদ
রিলিজড প্লেয়ার- সঞ্জয় যাদব, বি সন্দ্বীপ, বিলি স্ট্যানলেক, ফাবিয়ান অ্যালেন এবং ইয়ারা পৃথ্বিরাজ।
স্কোয়াড- ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, মোহাম্মদ নাবী, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, শাহবাজ নাদীম, শ্রিভাস্তাব গোস্বামী, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, থাঙ্গারাসুই নাটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রিয়াম গার্গ এবং বিরাট সিং। একজন বিদেশিসহ আর ৩ জনকে দলে নিতে পারবে হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিট্যালস
রিলিজড প্লেয়ার- অ্যালেক্স ক্যারে, কেমো পল, সন্দ্বীপ লামিচানে, তুষার দেশপান্ডে, মোহিত শর্মা, জেসন রয়, হার্শাল প্যাটেল এবং ড্যানিয়েল সামস।
স্কোয়াড- শ্রেয়াস আইয়ার, অজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আভেশ খান, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, পৃথ্বি শ, রবিচন্দ্রন অশ্বিন, রিশাভ পান্ত, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্ক্স স্টয়নিস, শিমরন হেটমায়ার, এনরিচ নর্টজে, প্রবীণ দুবে এবং ক্রিস ওকস। তিন বিদেশিসহ আরও ৮ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে দিল্লি।
কলকাতা নাইট রাইডার্স
রিলিজড প্লেয়ার- সিদ্ধেশ লাড, ক্রিস গ্রিন, টম ব্যান্টন, নিখিল নাইক এবং এম সিদ্ধার্থ।
স্কোয়াড- দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কামলেশ নাগরকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতীশ রানা, প্রাসিদ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দ্বীপ ওয়ারিয়ার, শিভাম মাভি, শুবমান গিল, সুনিল নারিন, ইয়ন মরগ্যান, প্যাট কামিনস, রাহুল ত্রিপাঠি, ভরুন চক্রবর্তী এবং টিম সেইফার্ড। এক বিদেশিসহ মোট ৭ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে কলকাতা।
রাজস্থান রয়্যালস
রিলিজড প্লেয়ার- স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওশান থমাস, আকাশ সিং, ভরুন অরুন, টম কারান, অনিরুদ্ধ্ব জোশি এবং শশাঙ্ক সিং।
স্কোয়াড- সানজু স্যামসন, বেন স্টোকস, জোফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াতিয়া, মহীপাল লমরোর, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাত, মায়াঙ্ক মারকান্দে, জশবি যাসওয়াল, আনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোরা এবং রবিন উথাপ্পা। তিন বিদেশিসহ আরও ৮ খেলোয়াড়কে দলে নিতে পারবে রাজস্থান।
কিংস এলেভেন পাঞ্জাব
রিলিজড প্লেয়ার- গ্লেন ম্যাক্সওয়েল, করুন নায়ার, হার্ডাস ভিলজোয়েন, জগদীশ সুচিথ, মুজিব উর রহমান, শেলডন কটরেল, জিমি নিশাল, কৃষ্ণাপ্পা গোথাম এবং তাজিনদার সিং।
স্কোয়াড- লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদ্বীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভুসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণুই, মুরুগান অশ্বিন, আরশদ্বীপ সিং, হারপ্রিত ব্রার এবং ইশান পোরেল। পাঁচ বিদেশিসহ আরও ৯ খেলোয়াড়কে দলে নিতে পারবে পাঞ্জাব।
চেন্নাই সুপার কিংস
রিলিজড প্লেয়ার- কেদার যাদব, হরভজন সিং, শেন ওয়াটসন, মনু সিং, পিয়ুশ চাওলা এবং মুরালি বিজয়।
স্কোয়াড- মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেএম আসিফ, দ্বীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, নারায়ণ জগদীশ, কার্ন শর্মা, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গাইকোয়াদ, শার্দুল ঠাকুর, জশ হ্যাজলউড, সাঁই কিশোর এবং স্যাম কারান। এক বিদেশিসহ মোট ৭ খেলোয়াড়কে দলে নিতে পারবে চেন্নাই।
মুম্বাই ইন্ডিয়ানস
রিলিজড প্লেয়ার- মিচেল ম্যাক্লেনাঘান, জেমস প্যাটিনসন, লাসিথ মালিঙ্গা, নাথান কাউল্টার নাইল, শেরফান রাদারফোর্ড, দ্বিগবিজয় দেশমুখ, প্রিন্স বালওয়ান্ত রাই সিং।
স্কোয়াড- রোহিত শর্মা, আদিত্য তারে, আনমোলপ্রিত সিং, অনুকূল রয়, ধাওয়াল কুলকারনি, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, জাসপ্রিত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, মহসিন খান, সৌরভ তিওয়ারি এবং ট্রেন্ট বোল্ট। চার বিদেশিসহ আরও ৭ খেলোয়াড়কে দলে নিতে পারবে মুম্বাই।