নামের প্রতি সুবিচার করতে পারলেন না শচিনপুত্র অর্জুন

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সুযোগ পাওয়ার প্রায় তিন বছর পর মুম্বাইয়ের সিনিয়র দলে অভিষেক হলো কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। শুক্রবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে হরিয়ানার বিপক্ষে সিনিয়র দলের হয়ে নিজের প্রথম ম্যাচটি খেলেছেন অর্জুন। তবে বলার মতো সাফল্য পাননি বাঁহাতি এ পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিং অর্ডারে তাকে রাখা হয়েছিল ১১ নম্বরে। ব্যাটিংয়ে নামলেও কোনো বল খেলার সুযোগ পাননি। পরে বল হাতে ৩ ওভারে ৩৪ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তার দল মুম্বাই ম্যাচ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের এটি টানা তৃতীয় পরাজয়। যার ফলে গ্রুপপর্ব থেকে বিদায় কার্যত নিশ্চিতই হয়ে গেছে তাদের। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি ২১ বছর বয়সী অর্জুন। শুক্রবার নিজেদের ঘরের মাঠ বান্দ্রা কারলা কমপ্লেক্সে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। তরুণ বাঁহাতি ওপেনার জশবি যাসওয়াল ৬ চার ও ১ ছয়ের মারে মাত্র ২১ বলে করেন ৩৫ রান। কিন্তু হতাশ করেন আদিত্য তারে (৮), সূর্যকুমার যাদব (০), সিদ্ধেশ লাড (০) ও শিবাম দুবের (০) মতো তারকারা। যার ফলে সরফরাজ খান ৩০ ও অথর্ব আঙ্কোলেকার ৩৭ রান করলেও ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৩ রানের বেশি করতে পারেনি মুম্বাই। হরিয়ানার পক্ষে জয়ন্ত যাদব ৪ ও অরুন চপ্রানা নেন ৩টি উইকেট। তারকা লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল ৩০ রান খরচায় নেন ১ উইকেট। জবাবে মাত্র ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হরিয়ানা। হিমাংশু রানা ৫৩ বলে ৭৫ এবং শিবাম চৌহান ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে ৮৫ বলে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন শিবাম ও হিমাংশু। ধাওয়াল কুলকার্নির সঙ্গে নতুন বলে বোলিং শুরু করেছিলেন অর্জুন। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই নেন প্রথম উইকেট, ফিরিয়ে দেন ওপেনার অরুন চপ্রানাকে। কিন্তু সবমিলিয়ে ৩ ওভারে খরচ করে ফেলেন ৩৪টি রান। যা সহজ করে দেয় হরিয়ানার লক্ষ্য। এলিট গ্রুপ ‘ই’তে আরও দুইটি ম্যাচ বাকি রয়েছে টেবিলের তলানিতে থাকা মুম্বাইয়ে। পন্ডিচেরি ও আন্দ্রার বিপক্ষে সে দুই ম্যাচের একাদশে অর্জুনকে রাখা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।