ব্র্যাডম্যানের পরই স্মিথ, শচিন-কোহলিরা বেশ পেছনে

0

লোকসমাজ ডেস্ক॥ স্যার ডন ব্র্যাডম্যান যা করে গেছেন, টেস্ট ক্রিকেটে আর কোনো ব্যাটসম্যান কি সেই উচ্চতায় পৌঁছতে পারবেন? এতদিন পর্যন্ত কেউ পারেননি। তবে কোনো এক রেকর্ডে ব্র্যাডম্যানের পরের অবস্থানে থাকাও তো এখনকার যুগের ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হলো স্টিভেন স্মিথের। সিডনিতে আজ (শুক্রবার) ভারতের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ। তাতেই স্বদেশি ব্র্যাডমানের পরের অবস্থানে চলে এসেছেন তিনি।
২৭তম টেস্ট সেঞ্চুরি পেতে স্মিথের লেগেছে ১৩৬ ইনিংস। ব্র্যাডম্যানের পর এর চেয়ে কম ইনিংসে আর কোনো ব্যাটসম্যান এই মাইলফলক ছুঁতে পারেননি। যদিও দ্বিতীয় অবস্থান আর প্রথম অবস্থানের মধ্যে দূরত্বটা বেশ বড়। ব্র্যাডম্যানের ২৭ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছিল মাত্র ৭০ ইনিংস। এই তালিকায় সেরা পাঁচের পরের তিন ব্যাটসম্যানই ভারতের। মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার আর বর্তমান সময়ের মাঠ কাঁপানো উইলোবাজ বিরাট কোহলির ২৭ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছে সমান ১৪১ ইনিংস। অর্থাৎ দুজনেরই স্মিথের চেয়ে লেগেছে ৫ ইনিংস বেশি। পাঁচ নম্বরে আছেন সুনিল গাভাস্কার। ১৫৪ ইনিংসে ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন ভারতের ‘প্রথম লিটল মাস্টার’খ্যাত এই ব্যাটসম্যান।