এবারও আইপিএলে পড়েছিল ফিক্সিংয়ের ছায়া

0

লোকসমাজ ডেস্ক॥ আইপিএলের মতো বড় ক্রিকেট আসর হবে আর জুয়াড়িরা ফিক্সিংয়ের চেষ্টা চালাবে না, তা কি করে হয়! ফিক্সিংয়ে জড়ানোর ঘটনা অতীতে ঘটেছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন শাখা এখন অনেক সতর্ক। তারপরও সর্বশেষ আসরে ফিক্সিংয়ের ছায়া পড়েছিল ঠিকই। ভারতের একটি জাতীয় দৈনিকের খবর, দিল্লির এক নার্স এক ভারতীয় ক্রিকেটারের কারছে দলের অভ্যন্তরীণ তথ্য জানতে চেয়ছিলেন। তবে বিসিসিআই কড়া নজরে রেখেছিল সব। তাদের দাবি, এতে ঘটনা বেশিদূর এগোতে পারেনি।
যে ক্রিকেটারের কাছে দলের তথ্য ফাঁসের আবদার করা হয়েছিল, সেই ক্রিকেটার দ্রুতই দুর্নীতি দমন শাখার কাছে বিষয়টা অবহিত করেন। রাতারাতি পদক্ষেপও নেন দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা। বিসিসিআই দুর্নীতি দমন শাখার প্রধান অজিত চান্দিলা জানান, ‘আইপিএল চলাকালীনই ওই ক্রিকেটার গোটা ব্যাপারটা জানান আমাদের। আমরা ব্যাপারটা তদন্ত করেছি। আমরা এই ব্যাপারে তেমন কিছু পাইনি। ওই নার্সের সঙ্গে জুয়াড়ি চক্রের কোনও যোগাযোগ পাওয়া যায়নি।’ তবে কি ওই ক্রিকেটারের সঙ্গে নার্সের পরিচয় ছিল? তদন্তে বেরিয়ে এসেছে, ওই নার্সকে মোটেই চিনতেন না সেই ক্রিকেটার। তিনি কোথায় কাজ করেন বা থাকেন তাও জানতেন না তিনি। জানা গেছে, ওই নার্স মূলত ক্রিকেটারের কাছে তথ্য জানতে চেয়েছিলেন নিজের প্রয়োজনে। প্রথম একাদশ নিয়ে সম্ভবত জুয়া ধরেছিলেন তিনি। কিন্তু ওই নার্সের সঙ্গে পেশাদার জুয়াড়ি চক্রের যোগসাজশ পাওয়া যায়নি।