যশোরে করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত ৬

0

স্টাফ রিপোর্টার ॥ এনসিসি ব্যাংক যশোর শাখার সাবেক কর্মকর্তা আনিছুর রহমান আনিছ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী বিলকিস নাহার, দু’সন্তান রাকিব হাসান ও আরিফ হাসানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনিছুর রহমানের বাড়ি সাতক্ষীরার দেবহাটা থানার আজিজপুর গ্রামে। তিনি এনসিসি ব্যাংক যশোর শাখার শীর্ষ কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় বদলি করায় নিজেই চাকরি থেকে ইস্তফা দেন। চাকরির সুবাদে তিনি পরিবারবর্গ নিয়ে ঘোপ নওয়াপাড়া রোডে বসবাস করতেন। মৃত্যুর পর করোনা সন্দেহে তার নমুনা নেয়া হয়েছে এবং মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মৃতের স্ত্রী বিলকিস নাহার জানিয়েছেন, গত ১০ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। সকালেও চিকিৎসা নেন। পরে জ্বরের সাথে তার শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে, যশোর গতকাল ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪ হাজার ৫শ ৫৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের ভেতর ৪ হাজার ২শ ৩২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬২ জন। যশোর সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল খুলনা মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে ২৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ৪৯টি। খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে কোন ব্যক্তি আক্রান্তের বিষয় না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান। তারা সকলেই যশোর সদর থেকে নমুনা পরীক্ষা দিয়েছিলেন। এর ভেতর ৪ জনের নাম ও ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন, শহরের ঘোপ এলাকার শিউলি (৩৮), সুমাইয়া (১৮), সদর উপজেলা ইচ্ছালী গ্রামের রবিউল ও চুয়াডাঙ্গার জীবননগরের আশরাফুল (৪৫)। এদিকে ইতোমধ্যে বিভিন্ন সময়ে করোনায় আক্রান্তের মধ্যে ২ জন কোভিড-১৯ ইউনিটে এবং ২শ ৬৬ জন আইসোলেশনে রয়েছেন।