যশোরে শীতজনিত রোগের প্রকোপে হাসপাতালে শিশুদের ভিড বেড়েছে

0

বিএম আসাদ ॥ যশোরে ঠান্ডা আবহাওয়ার কারণে শিশুদের শীতজনিত শ্বাসকষ্ঠ, কাশি, ডায়রিয়া, ও নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত এসব রোগে আক্রান্ত শিশুদের নিয়ে তাদের অভিভাবগণ হাসপাতালে ছুটছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। এদের ভেতর শ্বাস-কষ্ট, কাশি ও পাতলা পায়খানা বা ডায়রিয়াজনিত রোগ বেশি। ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ১ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছে, বহির্বিভাগের শিশু বিভাগ এবং মা ও শিশু পরিচর্যা কেন্দ্র থেকে গত নভেম্বর মাসে বহির্বিভাগ থেকে ৪ হাজার ২শ ১৩ জন শিশু চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬শ শিশু। চলতি ডিসেম্বর মাসের ১৩দিনে ভর্তি হওয়া শিশুর সংখ্যা আড়াই’শ ছাড়িয়ে গেছে। হাসপাতালে শিশু ওয়ার্ড, বহির্বিভাগ মা ও শিশু কাউন্টারের সামনে শিশুদের কান্নাকাটিতে অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
গতকাল রোববার শিশু বহির্বিভাগে রোগীর চিকিৎসা দিচ্ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ রেশমি সুমাইয়া। তার সাথে যোগাযোগ করা হলে রেশমি সুমাইয়া বলেন, বর্তমানে শীতের আবহাওয়া শুরু হয়েছে। এতে শিশুদের মাঝে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া ও পাতলা পায়খানাজনিত ডায়রিয়া রোগ বাড়ছে। এর ভেতর শ্বাসকষ্ট কাশি ও পাতলা পায়খানা জনিত রোগী উল্লেখযোগ্য। এসব রোগে শহর কিংবা গ্রামের সর্বত্রই শিশুরা আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে শিশুদের সুস্থ রাখার জন্য ডাঃ রেশমি সুমাইয়া অভিভাবকদের প্রতি ঘরোয়া চিকিৎসা হিসেবে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শীতজনিত এসব রোগ হলে শিশুদের মধুমিশ্রিত পানি ও কাগুজে লেবু পানি খাওয়াতে হবে। আর শিশুদের নাক-পরিষ্কার করতে হবে যাতে ময়লা নাকে জমাট না বাধে। এরপরও যদি সমস্যা হয় তাহলে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।