চৌগাছায় পণ্যের মূল্য বেশি নেয়ায় দু সবজি ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় হঠাৎ করেই প্রতিটি নিত্যপণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। বিপাকে পড়েন ক্রেতাসাধারণ। শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিনে কাঁচাবাজারসহ চাল ডাল তেল সব কিছুতেই যেন আগুন লেগে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেন। শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন। সকাল থেকেই বাজারে আসতে থাকে হরেক রকমের সবজি। সকালে এসব মালামালের দাম স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সবজির বাজারে যেন আগুন লেগে যায়। বৃহস্পতিবার সারা দিন যে পণ্য ১০ টাকায় বিক্রি হয়েছে রাত পোহাতেই তা দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হতে থাকে ২০ থেকে ২৫ টাকায়। একই অবস্থা দেখা দেয় চাল ডালসহ অন্য সব পণ্যের ক্ষেত্রেও। বাজার করতে এসে ক্রেতা সাধারণ চরম বিপাকে পড়েন। মূল্য বৃদ্ধির খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্রই। খবর পেয়ে দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত চৌগাছা প্রধান কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী তারেক হোসেন ও আব্দুল গনিকে অধিক মূল্যে সবজি বিক্রির অপরাধে ২’ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন। একই সাথে প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে পণ্যের দাম কমিয়ে বিক্রি করতে শুরু করেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, আলু ১২ টাকা থেকে ২০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা থেকে ৮০ টাকা, রসুন ৪০ টাকা থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনুরুপ ভাবে ভোজ্য তেল, চিনি, মসলার দামও বৃদ্ধি পায়।