মানিকগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ১৩

0

লোকসমাজ ডেস্ক ॥ মানিকগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুলকান্দি এলাকায় শুক্রবার দুপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হন। এর আগে এদিন সকাল ৮ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কুর্নি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের দৌলতপুর উপজেলার মুলকান্দি এলাকায় শুক্রবার দুপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের ছয়জনই একই পরিবারের সদস্য। আরেকজন অটোরিকশাচালক। নিহত ব্যক্তিরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তাঁর ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দের স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), গোবিন্দের চাচি খুশি বাদ্যকার (৫২), চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশাচালক জামাল শেখ (৩০)। তাঁদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চাষাভাদ্রা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে অসুস্থ নাতনির চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্যেশে বের হন হরেকৃষ্ণ। তাঁরা দৌলতপুর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে মানিকগঞ্জে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর সড়কের দৌলতপুরের মুলকান্দি এলাকায় পৌঁছলে অটোরিকশাটির সঙ্গে ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ৭ জন নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। তাঁদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা কাসিক পরিবহনের একটি বাস ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭ টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।