বিশ্ব এইডস দিবস পালিত : যশোরে ৯৯ রোগীর কোন তথ্য জানে না স্বাস্থ্য বিভাগ

0

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল যশোরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। গত ১৪ বছরে যশোরে ১শ ৩৫ জন আক্রান্ত হলেও ৯৯ জনের কোন খোঁজ রাখে না স্বাস্থ্য এইডসে বিভাগ। এ তথ্য জানানো হয় এইডস দিবসের সভায়। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল সকাল ৯টায় যশোর সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে সিভিল সার্জনসহ সকলে দাঁড়িয়ে অবস্থান নেন। পরে সিভিল সার্জনের কার্যালয়ে এবারের প্রতিপাদ্য বিষয় “সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন সভাপতির বক্তব্য রাখেন। বলেন, এ পর্যন্ত দেশে এইডসে আক্রান্তের সংখ্যা সম্ভবত ১৪ হাজার। মৃত্যু হয়েছে ১ হাজার ২শ ৪২ জনের। ৭ হাজার ৩শ ৭৪ জন সনাক্ত হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আগামীতে গর্ভবতী মাদের প্রত্যেককে এইচআইভি এইডস পরীক্ষা করা হবে। বর্তমানে সকল যক্ষ্মা রোগীদের এ পরীক্ষা করা হচ্ছে। সব উপজেলায় এ পরীক্ষা হবে, এ আশাবাদ ব্যক্ত করে ২০৩০ সালের মধ্যে এইডসে আক্রান্তের শুন্যে নামিয়ে আনার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ প্রতিভা ঘরাই, জেলা এইডস কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ আবিদুর রহমান ও জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দিন বক্তব্য রাখেন। মোঃ আবিদুর রহমান তার বক্তব্যে বলেন, ২০০৬ সাল থেকে চলতি বছর যশোরে এইডস রোগে আক্রান্ত ১শ ৩৫ জনের ভেতর ১০ জনের মৃত্যু হয়েছে। ১৯১৭ সাল হতে ১৯১৯ সাল পর্যন্ত মোট আক্রান্ত ২৬ জনের সন্ধান আছে তাদের কাছে। তারা নিয়মিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এইডস প্রতিরোধের ওষুধ এনে সেবন করেন। মৃত ১০ জন ছাড়া বাকি ৯৯ জনের খোঁজ মিলছে না। এ সকল রোগীর মৃত্যু হতে পারে। এর আগে যশোর ২৫০ শয্যা হাসপাতালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল ক্যাম্পাস প্রদণি শেষে সভাকক্ষে গিয়ে শেষ হয়। র‌্যালীশেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসক, সেবিকা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। এবারের বিশ্ব এইডস দিবসে করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানা হয়েছে মুখে মাস্ক পরিধান করে। তবে ামাজিক দূরত্বে মানা হয়নি। আলোচনা সভায় মাস্ক পরে এবং চেয়ারে সামাজিক দূরত্ব মেনে বসা হলেও র‌্যালিতে ছিল ভিন্ন চিত্র। একজনের সাথে অন্যজন গা ঘেঁষে ঠেলাঠেলি করে এইডস দিবসের র‌্যালি করেন।