স্বর্ণের দামে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পতন

0

লোকসমাজ ডেস্ক॥আন্তর্জাতিক বাজারে কয়েক দিন ধরে স্বর্ণের দামে অব্যাহত পতন বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় গতকাল যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৭০ ডলারের নিচে নেমেছে। চলতি মাসে মূল্যবান ধাতুটির দামে চার বছরের মধ্যে সর্বোচ্চ পতন দেখা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদ যত বাড়ছে স্বর্ণের দাম ততই কমতে শুরু করেছে। তবে অনেক বাজার বিশ্লেষক বলছেন, স্বর্ণের এ দরপতন সাময়িক। দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুটির বাজার চাঙ্গা থাকতে পারে। খবর বিজনেস লাইন।
সর্বশেষ কার্যদিবসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ১ হাজার ৭৬৬ ডলার ২৬ সেন্টে। তবে দিন শেষে মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ১ হাজার ৭৭৪ ডলার ৬৫ সেন্টে বিক্রি হয়। এ সময় ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৭৭২ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাসে স্বর্ণের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে গেছে। ২০১৬ সালের নভেম্বরের পর আর কোনো মাসে মূল্যবান ধাতুটির দাম এতটা কমেনি।
এ বিষয়ে সিএমসি মার্কেটসের প্রধান কৌশলবিদ মিখায়েল ম্যাকার্থি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকাটই এগিয়েছে বিশ্ব। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেনসহ কয়েকটি দেশ ভ্যাকসিন তৈরি ও তা বাণিজ্যিকভাবে বাজারে আনার পথে দৃশ্যমান সাফল্য পেতে শুরু করেছে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার চাঙ্গা হলেও দাম কমতে শুরু করেছে স্বর্ণের।
তিনি আরো বলেন, করোনার ভ্যাকসিন বাজারে এলে মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতি হয়ে বিশ্ব অর্থনীতিতে গতি ফিরে আসবে, দূর হবে মন্দা পরিস্থিতি—এমন সম্ভাবনা স্বর্ণের দাম কমিয়ে দিয়েছে। আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮০০ ডলারের আশপাশে অবস্থান করবে।
তবে ফরাসি বিনিয়োগ প্রতিষ্ঠান সোসিয়েতে জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে ওষুধ কোম্পানিগুলোর আশাবাদী খবরে বাজারে মন্দা ভাব নেমে এলেও স্বর্ণের বর্তমান দরপতন সাময়িক।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে আউন্সপ্রতি ২ হাজার ৫০ ডলারে। আর ২০২১ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা আউন্সপ্রতি ২ হাজার ৩৪০ ডলারে উন্নীত হতে পারে। এমনটা হলে সেটা হবে ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।