Moto E7: আবারও চমৎকার বাজেট স্মার্টফোন নিয়ে এল Motorola!

    0

    লোকসমাজ ডেস্ক॥কয়েক মাস আগেই E7 Plus স্মার্টফোনটি লঞ্চ করেছিল Motorola। এবার এইE-সিরিজেই আরও একটি বাজেট স্মার্টফোন যোগ করল Motorola – Moto E7। নতুন এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে 6.5 ইঞ্চির ব্যাটারি এবং 4000mAh ব্যাটারি ইউনিট। ফোনটি দেখতে কিছুটা এরই Plus মডেলের মতোই এবং কিছু ফিচার্স হুবহু E7 Plus স্মার্টফোনের মতোই। ব্যাটারি এবং প্রসেসরের দিক থেকেই বেশ কিছু ফারাক রয়েছে এই দুই ফোনের মধ্যে।
    বাস্তবের প্লেয়ারদের সঙ্গে খেলুন Poker এবং জিতুন টাকা। শুধুমাত্র Adda52-তে!
    Moto E7 স্মার্টফোনে রয়েছে MediaTek Helio G25 SoC প্রসেসর। অন্য দিক Moto E7 Plus ফোনে রয়েছে Snapdragon 460 প্রসেসর। অ্যাকোয়া ব্লু, মিনারাল গ্রে এবং স্যাটিন কোরাল মূলত এই তিন রঙের পাওয়া যাবে Moto E7। নতুন এই স্মার্টফোনের দাম ধার্য করা হয়েছে €119.99 অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 10,550 টাকা। আপাতত সিলেক্টেড কিছু মার্কেটেই লঞ্চ করছে ফোনটি। তবে খুব শীঘ্রই ভারতেও ফোনটি লঞ্চ করবে বলে জানা গিয়েছে।
    Moto E7 স্মার্টফোনের স্পেসিফিকেশনস – এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 pixels। প্রসেসরের দিক থেকে Moto E7 স্মার্টফোনে 2GHz octa-core MediaTek Helio G25 প্রসের দেওয়া হয়েছে। ফোনটিতে মূলত একটিই স্টোরেজ অপশন রয়েছে, 2GB RAM+32GB। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 512GB অবধি বাড়িয়ে নেওয়া যাবে।
    অপারেটিং সিস্টেম হিসেবে Motorola-র নতুন এই ফোনে রয়েছে Android 10। ফোনের পিছনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48MP-র। আর সেখানেই রয়েছে LED ফ্ল্যাশও। এছাড়াও এই ফোনে একটি 2MP-র ম্যাক্রো লেন্সও রয়েছে। ফোনের সামনে সেলফির জন্য একটি 5MP সেন্সর দেওয়া হয়েছে।
    Moto E7 স্মার্টফোনের ব্যাটারিও বেশ শক্তিশালী। নতুন এই ফোনে একটি 4000mAh ব্যাটারি রয়েছে, যা 10W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে কানেক্টিভিটির জন্য অত্যধুনিক সমস্ত ফিচার্সই রয়েছে। রয়েছে Google Assistant বাটন, 3.5mm হেডফোন জ্যাক, রেয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, M Radio, Dual 4G VoLTE, Bluetooth 5, GPS + GLONASS, Wi-Fi 802.11 b/g/n, এবং USB Type-C।