মোবাইল নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

    0

    লোকসমাজ ডেস্ক॥ হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তিকে মেসেজ পাঠালেই, তার ফোনে আপনার নম্বর ভেসে ওঠে। আর সেটাই বড় সমস্যার কারণ! নিজের ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যা‌পে মেসেজ পাঠানোর কো‌নো ফিচার এখনও পর্যন্ত নেই। তবে, আপনি চাইলেই মোবাইল নম্বর গোপন রে‌খে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
    সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য যা করণীয়-
    * প্রথমেই আপনার ফোন অথবা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।
    * এবার TextNow নামের অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়‌টিসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
    * TextNow অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।
    * এবার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে লগ ইন করুন। TextNow নম্বরটি দিন।
    * এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার ওই নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।
    * কল এলে তা রিসিভ করে ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন। কোডটি হোয়াটসঅ্যা‌পে বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।
    * কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।