অভয়নগরে পশুখাদ্যের দোকান থেকে ‘চোরাই’ খাদ্যপণ্য উদ্ধার ও লক্ষাধিক টাকা জব্দ

0

স্টাফ রিপোর্টার(অভয়নগর)॥ যশোরের অভয়নগরে একটি পশু খাদ্যের দোকান থেকে ৫৫ বস্তা চিনি, লবণ, সুজি ও ডাল জব্দ ও ১ লাখ ৪৬ হাজার টাকাসহ দোকান মালিক তৌহিদুর রহমান আজাদকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট বাজারের মেসার্স আপন স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানিয়েছে উদ্ধার খাদ্যপণ্যগুলো চোরাই খাদ্যপণ্য মামলায় ওই ব্যবসায়ীকে আটক ও মালামাল ও টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। আটক আজাদ একই ইউনিয়নের বণগ্রামের মৃত হাজী নূর মোহাম্মদ সিদ্দিকীর ছেলে। গ্রেফতারকৃতের ভাই শাহীন পারভেজ জানান, শনিবার দুপুরে যশোর জেলা ডিবি পুলিশের একটি দল তার ভাইয়ের দোকানে চোরাই খাদ্যপণ্য ক্রয় ও মজুদের অভিযোগে অভিযান শুরু করে। এক পর্যায়ে ৫০ কেজির চিনি, লবণ, ডাল ও সুজির আলাদা ৫৫ বস্তা মালামাল জব্দ করে। পরে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকাসহ তৌহিদকে আটক করে। জব্দকৃত মামলাল ও টাকা নেওয়ার বিষয়ে ডিবি পুলিশ কর্তৃক সিজার লিস্ট করা হয়েছিল কিনা এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ওসি সোমেন দাস জানান, তদন্তের স্বার্থে তেমন কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে চোরাই খাদ্যপণ্য ক্রয় মামলায় মেসার্স আপন এন্টারপ্রাইজ থেকে খাদ্যপণ্য জব্দ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। দোকান মালিককেও আটক করা হয়েছে। বিস্তারিত জেলা ডিবি পুলিশ কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।