লোহাগড়ায় করোনার দ্বিতীয়দফা প্রতিরোধ বিষয়কসভা অনুষ্ঠিত

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় করোনায় দ্বিতীয়দফা আক্রোমণ প্রতিরোধ সম্পর্কিত আলোচনা ও বিনা মূল্যে মাস্ক বিতরণীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা গ্রামস্থ ইনসাফ ঋণদান সমবায় সমিতি এর আয়োজন করে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের পরিদর্শক শাহাবুদ্দিন আহম্মেদ, সাবেক পৌর কাউন্সিলর মো. মোজাম খান, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ। সভায় জানানো হয়, সমিতিটি করোনাকালে ৩৫০ জন সদস্যকে খাদ্য সহায়তাসহ ৬শ জন সদস্যকে ঋণ সুবিধা দিয়েছে।। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদস্যদের মধ্যে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানে সাড়ে ৭ শ জন সদস্যের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।