ঝিনাইদহে মেমোরিয়াল ডে:২ পুলিশ সদস্যর স্বজনরা পেলেন সম্মাননা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কর্তব্যরত নিহত পুলিশ সদস্যর স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্সে নিহত পুলিশ সদস্যর স্বজন ও জেলা পুলিশ একটি শোক র‌্যালি বের করে। র‌্যালি শেষে নিহত পুলিশ সদস্যর স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার হাসানুজ্জামানসহ অনেকে। পরে মেমোরিয়াল ডে উপলক্ষে জেলা পুলিশের উদ্যেগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াসসহ নিহতের স্বজনেরা। সভা শেষে ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে কর্মরত থাকা অবস্থায় নিহত ১২জন পুলিশ সদস্যর স্বজনদের হাতে জেলা পুলিশ সম্মাননা তুলে দেন।