রোনালদোদের বিদায় করে শেষ চারে ফ্রান্স

0

লোকসমাজ ডেস্ক॥ উয়েফা নেশনস লিগে গতবারের চ্যাম্পিয়ন ছিল পর্তুগাল। সেই পর্তুগালকে বিদায় দিয়ে আগামী বছরের নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। পর্তুগালকে তারা হারিয়েছে ১-০ গোলে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে রোনালদোদের। টানা ৫ ম্যাচ ক্লিন শিট ধরে রাখা পর্তুগাল শিবিরের কাছে ‘হার’ ছিল বিরল। কিন্তু এই ম্যাচে আর সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি। ফ্রান্সের অ্যান্থনি মার্শাল তিনটি স্পষ্ট সুযোগ মিস করেছিলেন প্রথমার্ধে। কিন্তু ৫৪ মিনিটে কোনও ভুল করেননি কন্তে। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক গোল তুলেই ফ্রান্সকে জেতাতে ভূমিকা রেখেছেন। অবশ্য শুরুতে আদ্রিয়ান রাবিওর শট পর্তুগিজ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও এগিয়ে আসা কন্তে ফিরতি বলে জালে বল পাঠিয়েছেন। এই জয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স গ্রুপ এ-৩ থেকে ১৩ পয়েন্ট পেয়েছে ৫ ম্যাচে। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১০। ২০১৮ বিশ্বকাপের পর এটা ছিল পর্তুগালের দ্বিতীয় হার। সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে ৭ গোল দূরে থাকা রোনালদো এই ম্যাচে ফ্রান্সের রক্ষণে ত্রাস ছড়িয়েন ঠিকই। কিন্তু গোলের দেখা পাননি। সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন প্রথমার্ধে। তবে তার নেওয়া হেড চলে যায় বারের ওপর দিয়ে। এদিকে গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। নিচের দিকে থাকা দুই দলেরই সমান ৩ পয়েন্ট। ফলে অবনমন এড়ানোর সুযোগ তাদের এখনও রয়েছে।