খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ডেমোক্র্যাটরা আমাকে ভ্যাকসিন জয় করতে দেয়নি: ট্রাম্প

0

লোকসমাজ ডেস্ক॥ জার্মান সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করেছে মার্কিন ঔষধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার। তৃতীয় ধাপের অন্তর্বর্তী ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে তাদের এই ভ্যাকসিন। গতকাল সোমবার এমন তথ্য জানায় সংস্থাটি। এ নিয়ে সারা বিশ্বে বইছে আনন্দের বন্যা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরপরই এমন ঘোষণা আসায় এর পেছনে ‘অন্যকারণ’ খুঁজে পাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত রিপাবলিকান প্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)- এর ‘ষড়যন্ত্র’র আভাসও পেয়েছেন তিনি! এ নিয়ে আজ একের পর এক টুইট করে চলেছেন ট্রাম্প। কিছুক্ষণ আগে রক্ষণশীল মারিয়া বার্টিরোমো’র (ট্রাম্পপন্থী হিসবে পরিচিত ফক্স নিউজের টিভি উপস্থাপিকা) একটি বক্তব্য পোস্ট করেছেন তিনিঃ “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে আমরা বছরের শেষের দিকে ভ্যাকসিন পাবো। ওই কথা শুনে মানুষ হাসাহাসি শুরু করলো। এখন দেখা যাচ্ছে ফাইজারকে এই মাসের মধ্যে এফডিএ অনুমোদন দিতে চলেছে। প্রেসিডেন্ট ঠিকই বলেছিলেন।”
১২ ঘন্টা আগে (এ রিপোর্ট লেখার সময়) আগে আরেকটি টুইটে ট্রাম্প বলেছেন, এফডিএ এবং ডেমোক্র্যাটরা ইচ্ছে করেই তাকে করোনার ভ্যাকসিন জয়ের কৃতিত্ব নিতে দেয়নিঃ “নির্বাচনের পূর্বে ইউএস_এফডিএ এবং ডেমোক্র্যাটরা আমাকে ভ্যাকসিন জয় করতে দিতে চায়নি। তাই নির্বাচনের পাঁচ দিন পর ভ্যাকসিন চলে আসলো – আমি যেমনটা বলেছিলাম!” এর কিছুক্ষণ আগে আরেক টুইটে ট্রাম্প বলেছেন তার স্থলে বাইডেন প্রেসিডেন্ট থাকলে ৪ বছরেও ভ্যাকসিন পাওয়া যেতো নাঃ “জো বাইডেন যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে আপনারা আরও চার বছরেও ভ্যাকসিন পেতেন না। ইউএস_এফডিএ ও তখন এত তাড়াতাড়ি অনুমোদন দিতো না। আমলাতান্ত্রিক জটিলতায় লক্ষ লক্ষ জীবন ধ্বংস হয়ে যেতো!”