ফার্নান্দেজ-কাভানির গোলে জয়ে ফিরলো ম্যানইউ

0

লোকসমাজ ডেস্ক॥ সর্বশেষ তিন ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। মানসিকভাবে পিছিয়ে থাকা রেড ডেভিলরা চ্যাম্পিয়নস লিগের ম্যাচশেষে আবার প্রিমিয়ার লিগে ফিরেছে এভারটনের বিপক্ষে। তাও প্রতিপক্ষের মাঠে। শুরুতে পিছিয়েও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্রুনো ফার্নান্দেজ ও এডিনসন কাভানির গোলে জয়ে ফিরলো ম্যানইউ। গুডিসন পার্কে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই ম্যাচে চেলসির সঙ্গে ড্রয়ের পর হেরেছিল আর্সেনালের বিপক্ষে। এরপর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত বুধবার ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে ২-১ গোলের অনাকাঙ্খিত হার দেখে তারা। এদিকে এভারটনও ছিল টানা পরাজয়ের বৃত্তে। সর্বশেষ দুই ম্যাচেই হেরেছিল কার্লো আনচেলত্তির দল। দুই দলই জয়ের লক্ষ্যে খেলতে নামা ম্যাচে প্রথম ভালো সুযোগ পায় ম্যানইউ। তবে লক্ষ্যভ্রষ্ট শট করেন মার্সিয়াল। ম্যানইউ সুযোগ মিস করলেও নিজেদের প্রথম সুযোগ ঠিকই কাজে লাগায় এভারটন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বের্নার্দ ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে এভারটনকে এগিয়ে দেন। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি ইউনাইটেডের। ২৫ মিনিটের সময় হেডে ঠিকানা খুঁজে নেন ফার্নান্দেজ। ম্যাচের ৩১ মিনিটে নিজের জোড়া গোলে ম্যানইউকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় পর্তুগিজ মিডোফিল্ডার ফার্নান্দেজ। ম্যাচের যোগ করা সময়ে লিড আরও বাড়িয়ে নেন কাভানি। ম্যানইউয়ের জার্সিতে নিজের প্রথম গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন কাভানি। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। টানা তৃতীয় হারের স্বাদ পাওয়া এভারটন আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।