সফরের আগেই করোনা হানা দিয়েছিল জিম্বাবুয়ে দলে

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান সফরের আগেই করোনা হানা দিয়েছিল জিম্বাবুয়ে শিবিরে। পুরো দল এখন পাকিস্তানে থাকলেও সফরের আগে করোনা পজিটিভ হওয়া দুজন ক্রিকেটারকে বাদ দিয়েছে সফরকারীরা। আক্রান্ত দুই ক্রিকেটার হলেন- রেজিস চাকাভা ও টিমিসেন মারুমা। এরা দুজনেই ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘চাকাভা ও মারুমাসহ দুজন ব্যাকরুম স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তারা প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ শুরুতে হারারের জীবানু সুরক্ষিত বলয়েই ছিলেন মারুমা ও চাকাভা। পরীক্ষার পর জানা যায়, তারা করোনা পজিটিভ। তাদের সংস্পর্শে এসে একাডেমিতে দুজন স্টাফও করোনা সংক্রমিত হয়েছে। এই অবস্থায় তাদের বাদ দিয়ে ২০ জনের দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে। অবশ্য তাদের সংক্রমণের খবরে উদ্বেগের কিছু পাওয়া যায়নি এখনও। দলের বাকিদের করোনার ফলাফল নেগেটিভ এসেছে। দেশ ছাড়ার পূর্বে ও ইসলামাবাদ নামার পর দুই পরীক্ষাতেই কোনও দুঃসংবাদ পাওয়া যায়নি। সফরকারী জিম্বাবুয়ে এখন কোয়ারেন্টিন মেনে চলছে। যার মেয়াদ শেষ হবে আগামী মঙ্গলবার। তবে তার আগে আরেক দফা করোনা পরীক্ষা করা হবে সফরকারীদের। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান ওয়ানডে খেলবে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়ানডে সুপার লিগের আওতায়। এর পর ৭, ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।