দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা, উপজেলাগুলোতে গতকাল পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও এ উপলক্ষে র‌্যালি বের হয়। এ সব সমাবেশে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।


আমাদের স্টাফ রিপোর্টার জানান, কোতয়ালি থানার উদ্যোগে ধর্ষণসহ নারী নির্যাতন বিরোধী সমাবেশ হয়েছে। স্ব-স্ব বিট পুলিশিং এর কার্যালয়ে স্থানীয় সকল শ্রেণির নারী পুরুষের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোরে মূল অনুষ্ঠানটি হয়েছে বিকেলে শহরের স্টেডিয়াম পাড়ায়। ওই এলাকার বিট পুলিশিং এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আশরাফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান। বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, জেলা পুলিশিং ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, স্টেডিয়াম পাড়া আঞ্চলিক কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মুকুল প্রমুখ।
এদিকে সকালে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বিট পুলিশিং এর উদ্যোগে নারী নির্যাতন বিরোধী সমাবেশ হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ লে.কর্ণেল গোলাম মোস্তফা বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল গোলাম রব্বানী, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। সভাপতিত্ব করেন কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান। এছাড়া আরো বক্তব্য রাখেন, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম, উপশহরের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, স্কুলের সহকারি শিক্ষক ফরিদা ইয়াসমিন ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মশিউর রহমান মিনু।

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বিট পুলিশিং এর কার্যালয়ে শংকরপুর ছোটনের মোড়ে এক নারী নির্যাতন বিরোধী সমাবেশ শনিবার সকালে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিধি ছিলেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামান। শফিকুরল ইসলাম তোতার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাংবাদিক মীর মঈন হোসেন মুসা, বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, রবি মোল্লা প্রমুখ। এছাড়া শনিবার সকালে সদর উপজেরার নরেন্দ্রপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবু হেনা মিলন।


বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনেরবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ৮৪টি বিটে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। শনিবার সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার। এসময় বাগেরেহাট মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকি তালুকদারসহ আরও অনেকে বক্তব্য দেন।


ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার জানান, ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে সদর থানা পুলিশ। এতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সদর থানার ওসি মিজানুর রহমান, জোহান ড্রিম ভ্যালি পার্কের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন, মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান। জেলা পুলিশের আয়োজনে একই সময়ে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডকে মাদকমুক্ত ও এলাকার শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে । এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডে পিটিআই সড়কে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন হয়েছে । এ সময় মাগুরা সদর থানার এসআই গুরুদাস, এএসআই আনিচুর রহমান ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবু রেজা নান্টুসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছা উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিংয়ের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ ও র‌্যালি হয়েছে। শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ডি সার্কেল হুমায়ুন কবির। বক্তব্য রাখেন ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, পাইকগাছা পৌরসভা কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ এজাজ শফী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, জি.এম. আজহারুল ইসলাম ও কাউন্সিলরবৃন্দ। উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি পালিত হয়।


চৌগাছা থেকে স্টাফ রিপোর্টার জানান, ’বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে এই বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন বেলা ২ টার দিকে পৌরসভা চত্ত¦রে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র মো. শাহিন, পুলিশ অফিসার এসআই কউছার আলী, পৌর কাউন্সিলর হাচানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা খাতুন প্রমুখ।


তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালা থানা পুলিশের সদর ইউনিয়নের ২নং বিটের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সমাবেশ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

এ সময় তালা থানার ওসি মেহেদী রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রেসকাবের সভাপতি প্রণাব ঘোষ বাবলু প্রমুখ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ল্েয উপজেলার ১২টি বিটে এমন সমাবেশ অনুষ্ঠিত হয়।


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, রামপালে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার ৪ নং সদর ইউনিয়নের ভাগা বাজার কার্যালয়ে থানার ওসি মো. মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার সরোয়ার আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (রামপাল-মোংলা সার্কেল) আসিফ ইকবাল, রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত প্রমুখ। সভায় বিপুল সংখ্যক নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


কপিলমুনি (খুলনা ) সংবাদদাতা জানান, পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির উদ্যেগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানার ওসি মো. এজাজ শফির সভাপতিত্বে মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। প্রধান বক্তা খুলনা জেলা পুলিশ সুপার মো. শফিউল্লাহ । এছাড়া বক্তব্য দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি, ভ’মি কর্মকর্তা মো. আরাফাতুল আলম, পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আওয়ামী লীগ সহ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রেস কাব সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।


ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, দামোদরে বিট পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত এক সমাবেশ শনিবার বেলা ১১টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ফোরাম দামোদর ইউনিয়নের সভাপতি ক্যাপ্টেন আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহম্মদ শিপলু ভূঁইয়া, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, মোশারফ হোসেন মোড়ল। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা জানান, খানজাহান আলী থানার ৬টি বিট পুলিশিং কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে নারীর প্রতি সহিংসতা নিরসনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়। গতকাল শনিবার এই সমাবেশ হয়। সকাল ১০টায় ১নং বিট পুলিশেংয়ের উদ্যোগে কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদল্যালয় প্রাঙ্গনে সমাবেশ হয়। সহকার্রী পুলিশ কমিশনার দৌলতপুর জোন এস এম বায়জিদ ইবনে আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবগ। ২নং বিট পুলিশিং এর উদ্যোগে ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুয়েটের আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের প্রফেসর ড. জলী সুলতানা, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার, খুলনা নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অলোকা নন্দা দাস, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী প্রমুখ। ৩নং বিট যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে থানার অফিসার্স ইনচার্জ প্রবির কুমার বিশ^াসের সভাপতিত্বে হয়। বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, থানা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্জ মোড়ল আনিছুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। ৪নং বিট পুলিশিং সমাবেশ শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(সিটিএসবি) মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম প্রমুখ। ৫নং বিট পুলিশিং সমাবেশ আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে খুলনার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে হয়। এতে পুলিশ অফিসার , শিক্ষক, রাজনীতিবিদ ও স্থানীয়রা বক্তব্য দেন। ৬নং বিট পুলিশের সমাবেশ আফিলগেটে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার ওসি তদন্ত কবির হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

কেশবপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুলিশ ও জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের সেবা দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি বিটে একজন করে এস আই কে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা)সংবাদদাতা জানান, ডুমুরিয়ায় গতকাল নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অ্যাড. প্রতাপ রায়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দীন (মিডিয়া), ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, চুকনগর প্রেসকাবের সভাপতি সুমন ব্রহ্ম,আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সামাদ প্রমুখ।


রূপদিয়া (যশোর) সংবাদদাতা জানান, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদে সমাজ গড়ি’ এই স্লোগানে শনিবার সকাল ৯ টায় কচুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ও বিকাল ৪ চায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মাইনুল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবু হেনা মিলন, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন প্রমুখ। এছাড়া নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং এর আলোচনা সভায় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই গোলাম মোর্তজার সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবু হেনা মিলন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, শিক্ষক আকবার আলী প্রমুখ।