মনিরামপুরে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমকে আ. লীগে অবাঞ্ছিত ঘোষণা

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানমকে উপজেলা আওয়ামী লীগ অবাঞ্ছিত ঘোষণা করেছে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং তার ভাগ্নে ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুসহ পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করার প্রতিবাদে শুক্রবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী অংশ নেন।


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির খান, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স ম আলাউদ্দিন, কৃষীক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান প্রমুখ। কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। পরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এছাড়াও সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহমুুদুল হাসান ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুর হাসান দাবি করেন ১৪ অক্টোবর প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ও তার ভাগ্নে ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুসহ পরিবারের বিরুদ্ধে মনগড়া অভিযোগ করে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তার এই বক্তব্য এবং মিথ্যা দোষারোপ প্রত্যাহার করার আগ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানমকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মনিরামপুরে দলীয় কর্মকান্ড থেকে তাকে বয়কট করে অবাঞ্ছিত ঘোষণা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উল্লেখ্য ১৪ অক্টোবর প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে আশ্রয়ে তার ভাগ্নে সরকারি চাল পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবতর্ িবাচ্চুর বিরুদ্ধে সন্ত্রাসী লালন-পালন, টেন্ডারবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, স্বার্থ হাসিল করতে তাকে পুতুল চেয়ারম্যান হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় প্রতিমন্ত্রী ভাগ্নে ও সন্ত্রাসী বাহিনী তার ওপর লেলিয়ে দিয়ে শ্লীলতাহানিসহ জীবননাশের হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। ফলে নিরুপায় হয়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম স্বাভাবিক মুত্যুর নিশ্চয়তা চেয়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে।