তেলেঙ্গানায় মৃত্যু বেড়ে ৫০, কেন্দ্রের কাছে ₹১,৩৫০ কোটির আর্জি মুখ্যমন্ত্রীর

0

লোকসমাজ ডেস্ক॥ তেলেঙ্গানার দুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রের কাছে জরুরি ভিত্তিতে ১,৩৫০ কোটি টাকা চেয়ে পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মর্মে একটি চিঠি লিখিছেন কেসিআর। আর্জি চিঠিতে তিনি উল্লেখ করেন ভারী বর্ষণের জেরে রাজ্যের আর্থিক ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি টাকা।
শুধু হায়দরাবাদেই এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সারিতে দু-মাসের একটি শিশুও রয়েছে। তেলেঙ্গানার নিচু এলাকাগুল সম্পূর্ণ ভাবে জলে নিমজ্জিত। রাতভর বৃষ্টির জেরে একটা বড় পাঁচিল ভেঙে ১০টি ঘর ভেঙেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতেরা ওই ঘর-পরিবারের সদস্য।
বানভাসি রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার হায়দরাবাদে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন কেসিআর। রাজ্যে কী পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, সে সম্পর্কে পদস্থ আধিকারিকদের থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের পরেই নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন রাও।
তেলেঙ্গানায় মঙ্গলবার থেকে শুরু হয় ভারী বর্ষণ। বুধবারও বৃষ্টি অব্যাহত থাকে। দু-দিনের বৃষ্টিতে বানভাসি অবস্থা হয় রাজ্যের। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদও বিপর্যয়ের সম্মুখীন হয়। থমকে যায় জনজীবন। হায়দরাবাদেই রয়েছে বড় বড় আইটি কোম্পানির অফিস। বিপাকে পড়তে হয় তাদেরও।
বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের টেলিফোনে কথা হয়। ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে রাখেন মোদী। কেন্দ্রের সেই আশ্বাসের পরেই বৃহস্পতিবার ১,৩৫০ কোটি টাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।