নরওয়ের নার্সিং হোমে ১০ প্রবীণের মৃত্যুর পেছনে ফাইজারের ভ্যাকসিন!

0

লোকসমাজ ডেস্ক॥ নরওয়ের একটি নার্সিং হোমে অন্তত ১০ জনের মৃত্যুর জন্য দায়ি ফাইজার ও বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন। দেশটির ওষুধ কর্তৃপক্ষের এক পর্যালোচনা কমিশনের রিপোর্টে এমন সম্ভাবনার কথাই উল্লেখ করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ওই কমিশনটি প্রতিষ্ঠা করা হয়। ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর প্রথম ১০০ জনের মৃত্যুর কারণ জানতে ওই কমিশন গঠন করা হয়েছিল। এরমধ্যে ১০ জনের মৃত্যুর জন্য ভ্যাকসিনের প্রভাব রয়েছে বলে জানিয়েছে কমিশন। এই একইসময়ে দেশটিতে বৃদ্ধদের নার্সিং হোমে ৩০ হাজার জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। যদিও নার্সিং হোমগুলোতে মৃত্যু হার তুলনামূলক বেশি হয়। সেখানকার বাসিন্দারা বৃদ্ধ হওয়ায় এটিকে স্বাভাবিকই ধরে নেয়া হয়।
পর্যালোচনা কমিশনের সদস্যরা নিশ্চিত হতে চেয়েছেন যে, ভ্যাকসিন এরকম কোনো মৃত্যুকে ত্বরান্বিত করেছে কিনা এবং বৃদ্ধদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগের পর কি ধরণের ঝুঁকির আশঙ্কা রয়েছে। গত ১৯মে এই রিপোর্ট দাখিল করে কমিশন। এতে অন্তত ১০ মৃত্যুর জন্য ফাইজারের ভ্যাকসিনকে দায়ি করা হয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে পুরোপুরি নিশ্চয়তা প্রদান করেনি কমিশন। তাদের দাবি, ভ্যাকসিন প্রয়োগে যে ধরণের প্রতিক্রিয়া দেখা যায় তার সবথেকে খারাপ অবস্থাতেই এটি মৃত্যুর কারণ হতে পারে। একইসঙ্গে নরওয়ের ওষুধ কর্তৃপক্ষের প্রধান মেডিক্যাল কনসাল্টান্ট সিগার্ড হর্টেমো বলেন, বয়স্করা ভ্যাকসিন কার্যক্রম থেকে উপকৃত হতে পারেন। কারণ, এই রোগের সবথেকে বড় ঝুঁকিতে রয়েছেন তারাই। তবে কিছু বয়স্কদের জন্য ভ্যাকসিনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াই বড় সমস্যার সৃষ্টি করতে পারে।