চৌগাছা পৌসভার ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন : আ.লীগ নেতা সিদ্দিক নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৬৩১ ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর শনিবার পৌরসভার ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর হারুন অর রশিদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। একটি মাত্র কেন্দ্র, স্থানীয় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডে মোট ১৯২০ ভোটার রয়েছে। যার মধ্যে নারী ভোটার ৯৪৭ আর পুরুষ ভোটর ৯৭৩ জন। ভোটারের মধ্যে ৯০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ক্ষমতাসীন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক (প্রতীক পাঞ্জাবি), শাহাবুদ্দিন ( পানির বোতল), আহাদুল ইসলাম নজরুল (ডালিম), মোহাম্মদ আলী ( টেবিল ল্যাম্প), অবায়দুল ইসলাম ফন্টু (ব্লাকবোর্ড) ও জাফর ইকবাল (প্রতীক উট পাখি)। এরমধ্যে সিদ্দিকুর রহমান পাঞ্জাবি প্রতীকে সর্বোচ্চ ৬৩১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী টেবিল ল্যাম্পে ভোট পেয়েছেন ১৩০ ভোট। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।