খাজুরায় ইয়াবাসহ আটক ১

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরায় ২৫পিস ইয়াবাসহ আমিরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রবিবার বিকেলে তেলিধান্যপুড়া রোড থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল বাঘারপাড়ার ওই গ্রামের আজিজুর মোল¬ার ছেলে। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৪ টার দিকে তেলিধান্যপুড়ার আব্দুস সালাম অটো পার্টস দোকানের সামনে অভিযান চালিয়ে আমিরুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে সাদা কাগজে মোড়ানো ২৫ পিস গোলাপী রঙয়ের ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।