নেইমারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা

0

লোকসমাজ ডেস্ক॥ শনিবার ভোরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই মিশন শুরু করবে ব্রাজিল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বিলিভিয়া। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচেই চোটের জন্য তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার পক্ষে। যেন নেইমার সুস্থ হয়ে ওঠতে পর্যাপ্ত সময় পান। বুধবার অনুশীলন চলার সময় পিঠের ব্যথায় আক্রান্ত হন নেইমার। ব্যথার তীব্রতায় বাধ্য হয়ে অনুশীলনও ছেড়ে যেতে হয় তাকে। তবে তার সার্বিক অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘গতকালকের চেয়ে তার আজকের অবস্থা তুলনামূলক ভালো। কালকে দেখবো সে কীভাবে সাড়া দিচ্ছে।’ এদিকে নেইমার যদি শেষ পর্যন্ত নাই খেলতে পারেন, তাহলে তার বদলে খেলবেন ফ্লেমেঙ্গোর অ্যাটাকিং মিডফিল্ডার এভেরটন রিবেইরো। এমন তথ্যই দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। গত বছরও এই চোটের কারণে নেইমার ব্রাজিলের বেশির ভাগ ম্যাচে খেলতে পারেননি। ১৬টি ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ৪টি। যার দুটিতেই আবার চোট আক্রান্ত হয়েছেন।