মোরেলগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু দিবস’ প্রতিপাদ্য বিষয়ে বুধবার মোরেলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজম্মেল হক মোজাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, উপজেলা মেডিকল অফিসার শর্মি রায়, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডা. আকরামুজ্জামান। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ইউনিয়ন সচিবসহ সুধীজন।