শার্শা সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভূত নিয়োগের অভিযোগ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাস্টার্স পাস প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ডিগ্রি পাস সার্টিফিকেটের মাধ্যমে মোটা অংকের বিনিময়ে নিয়োগ পান শহিদুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শাহাজান আলী, মাদ্রাসা শিক্ষক আলিমুর রহমান ও আব্দুল মজিদ জানান,তার অবৈধ নিয়োগ বাতিলের দাবি উঠেছে অভিভাবক ও সচেতন মহল থেকে। বিজ্ঞপ্তিতে মাস্টার্স পাশ শিক্ষক আহ্বান করা হলেও নিয়োগ হন ডিগ্রি পাশ সনদ দিয়ে। যা নিয়োগ বিধিবহির্ভূত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে স্কুলের একটি একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেন ওই চক্রটি স্কুলে চাকরি করে অবৈধ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অসত্য তথ্য প্রেরণ করে আসছে। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুলক কুমার মন্ডল জানান, এ পর্যন্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কয়েকটি তদন্ত সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবেন।