গ্রেপ্তার হলেন রাহুল গান্ধী!

0

লোকসমাজ ডেস্ক॥ গ্রেপ্তার করা হয়েছে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার দিল্লি-উত্তর প্রদেশ হাইওয়েতে মার্চ করার সময় তাকে আটক করা হয়। রাহুল অভিযোগ করেছেন, তাকে রাস্তায় ফেলে লাঠি চার্জ করা হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন তার বোন প্রিয়াঙ্গা গান্ধী। এ খবর দিয়েছে এনডিটিভি।
সম্প্রতি হাথরাস নামক স্থানে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তিনি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাহুল গান্ধী ওই ভিক্টিমের পরিবারের সঙ্গে দেখা করতে চান। তবে তাদেরকে বাঁধা দেয় উত্তর প্রদেশ পুলিশ।
এসময় নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বসে পরেন রাহুল গান্ধী।
এ নিয়ে রাহুল গান্ধী বলেন, আমাকে রাস্তায় ফেলে দেয়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, দেশে কি শুধু মোদি জিই হাটতে পারবেন? একজন সাধারণ মানুষের কি হাটার অধিকার নেই? আমাদের গাড়ি থামিয়ে দেয়া হয়েছে, তাই আমরা হাটতে শুরু করেছিলাম। এর আগে কংগ্রেস নেতাদের মার্চকে সামনে রেখে বড় জমায়ের নিষিদ্ধ ঘোষণা করেছিল উত্তর প্রদেশ কর্তৃপক্ষ। এছাড়া, করোনা ভাইরাসের কারণে সমাবেশ ঠেকাতে ব্যারিকেডও দেয় পুলিশ।