শিশুদের জন্য একটি পার্ক নির্মাণের দাবি : চৌগাছায় বিনোদন কেন্দ্র নেই, দু’টি সিনেমা হলের ১টি গ্যারেজ অন্যটি রাইচমিল

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় কোন বিনোদন কেন্দ্র নেই। খেলাধুলার মাঠ আছে কিন্তু সেখানে খেলা হয়না । দু’একটি দর্শনীয় স্থান থাকলেও নানা কারণে মানুষ সেদিক থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন। দুইটি সিনেমা হল তৈরি হলেও সে দুটিও আজ স্মৃতির পাতা থেকে বলাচলে হারিয়ে যাচ্ছে। মহান স্বাধীনতার প্রবেশদ্বার হিসেবে খ্যাত যশোরের চৌগাছা। নানা কারণে সীামন্তবর্তী এই উপজেলার গুরুত্ব অপরিসীম। ১৯৭৮ সালে ছোট্ট চৌগাছা বাজারকে নিয়ে গঠিত হয় থানা, এরপর ১৯৮১ সালে উপজেলায় রূপ নেয়। ২০০৪ সালে এখানে গঠিত হয় পৌরসভা, মুলত এরপর হতে সর্বক্ষেত্রে উন্নতি হতে থাকে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চৌগাছা উপজেলা সব দিক দিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করলেও বিনোদনের দিক থেকে অনেক পিছিয়ে। প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস এই উপজেলাতে নেই কোন বিনোদন কেন্দ্র। সময়ের ব্যবধানে দুইটি সিনেমা হল (উত্তরণ ও লাইট হাউজ) গড়ে উঠলেও আজ তা স্মৃতির পাতা থেকে হারিয়ে গেছে। প্রায় দেড় যুগ হল দুটি হলই বন্ধ হয়ে গেছে। লাইট হাউজ নামের সিনেমা হল হয়েছে অটো রাইচ মিল আর উত্তরণ সিনেমা হল বন্ধ করে এই হলের নিচতলায় তৈরি করা হয়েছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের গ্যারেজ, দ্বিতীয়তলা হয়েছে বসতবাড়ি। সরকারি ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিক থাকলে করোনায় বন্ধ থাকা দেশের সিনেমা হলগুলো আগামী মাসের ১৬ তারিখে খুলে দেয়া হবে। উপজেলার সিনেমা প্রিয় দর্শকরা সরকারের এমন ঘোষণায় বেশ খুশি কিন্তু এখানে কোন সিনেমা হল না থাকায় তারা হতাশ। উপজেলা সদরের সুবিশাল ৩টি খেলার মাঠসহ অধিকাংশ ইউনিয়নে রয়েছে খেলার মাঠ, অথচ নানা কারণে বছরের পর বছর সে ভাবে খেলাধুলা হয়না। করোনার কারণে গত মার্চ মাস থেকে শিশু কিশোররা মাঠে যাওয়া তো ভুলেই গেছে। চৌগাছার দর্শনীয় স্থান জগদীশপুর গ্রামে স্থাপিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তুলা গবেষণা ও বীজবর্ধণ খামার, মুক্তদাহ গ্রামের জলাশয় (দোহা), হাকিমপুরের পানিগ্রাম রিসোর্ট সেন্টার, স্বরুপপুর গ্রামের ঐতিহ্যবাহি মসজিদ, কুঠিপাড়ার নীলকুঠি, বেড়গোবিন্দপুর বাওড় ও ডাইনের বিলসহ বেশ কিছু স্থাপনা ও দর্শনীয় জায়গা আজও বিদ্যমান। তবে নানা কারণে মানুষ এখন আর ওই সব স্থানে যান না। পৌর কর্তৃপক্ষ শিশুদের বিনোদনের জন্য কপোতাক্ষ নদের পশ্চিমে অর্থাৎ কপোতাক্ষের পুরতান ব্রিজ সংলগ্ন স্থানে একটি পার্ক নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু অর্থ সংকটের কারণে সেই কাজ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। অন্তত শিশুদের কথা বিবেচনা করে উন্নয়নের উপজেলা হিসেবে খ্যাত চৌগাছায় একটি শিশু বিনোদন কেন্দ্র নির্মাণের দাবি করেছেন সচেতন অভিভাবক মহল।