কেশবপুরে হুমকির অভিযোগে শিক্ষকের জিডি

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ কেশবপুর মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিলেও বাদী পক্ষের হুমকির মুখে বাড়ি ঢুকতে পারছেন না। এ ঘটনায় শিক্ষক আব্দুল খালেক নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষায় কেশবপুর থানায় জিডি করেছেন যার নম্বর ৪৭৯। ওই শিক্ষক দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ সঠিক নয়,হয়রানিমূলক।
কেশবপুর উপজেলার সফরাবাদ এলাকার মৃত আব্দুল মজিদ মোড়লের ছেলে কেশবপুর মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক জিডিতে উল্লেখ করেছেন যে,একই এলাকার মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে বজলুর রহমান, বজলুর রহমানের ছেলে পলাশ হোসেন, আব্দুল সাত্তারের ছেলে জামাল হোসেন ও কওছার আলী মোড়লের ছেলেদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলে আসছিল। এ কারণে অভিযুক্তরা হুমকি দেয়া ছাড়াও গত ১২ সেপ্টেম্বর বিকেলে তার বাড়ির পাশে যাতায়াতের পথে তারও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন রকম অশ্লীল গালিগালাজ করে। এ সময় তারা ্ওই শিককে মিথ্যা মামলায় হয়রানি করার ও হত্যার হুমকি দেয়। এ দিন শিক্ষক আব্দুল খালেক কেশবপুর থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন যার নম্বর ৪৭৯,তারিখ ১২/০৯/২০। শিক্ষক আব্দুল খালেক মোড়ল জানান, বজলুর রহমান তাদের নামে একটি মামলা করে গত ৭ সেপ্টেম্বর তারিখে। এ মামলায় তার পরিবারের ৪জনসহ তিনি ও অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়। এ মামলায় তিনি আদালত থেকে জামিনে আছেন। কিন্তু ওই মামলার বাদীও তার সঙ্গীরা অব্যহত হুমকি দেয়ায় তিনি নিজ বাড়িতে যেতে পারছেন না।