ডুমুরিয়ায় তরমুজ চাষ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় অসময়ের তরমুজ চাষাবাদ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মুঈদ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুলবাড়িয়ায় এই তরমুজ চাষ পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার অতিরিক্তি মহাপরিচালক কাজী আব্দুল মান্নান, উপ-পরিচালক হাফিজুর রহমান, উপ-পরিচালক (সাতক্ষীরা) নুরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (উদ্যান) নজরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (সাতক্ষীরা) খালিদ সাইফুল্লাহ, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে ড. আব্দুল মুঈদ তরমুজ চাষিদের সাথে মতবিনিময় করেন এবং লবণাক্ত ভূমিতে তরমুজের আবাদ বৃদ্ধি করার জন্যে এলাকার কৃষকদের উৎসাহ প্রদান করেন।