ফুলতলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, আওয়ামীগ নেতা মো. আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, জান্নাতুল ফেরদৌস, রিসোর্স ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, তথ্য কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মো. আসাদুজ্জামান, বন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।