১০ দিনের মধ্যেই পাকিস্তানে চীনা ভ্যাকসিনের পরীক্ষা চালু

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ১০ দিনের মধ্যেই পাকিস্তানে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালু করতে যাচ্ছে চীন। শনিবার এ কথা জানিয়েছেন দেশটির পরিকল্পনা মন্ত্রী আসাদ উমর। তিনি বলেন, চীনে ডেভেলপ হওয়া করোনার ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা পাকিস্তানে চালানো হবে। আগামী ১০ দিনের মধ্যেই এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানে দৈনিক সংক্রমণের সংখ্যা সাম্প্রতিক সময়ে কমে আসছে। তবে এতে এই পরীক্ষা চালাতে কোনো সমস্যা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ নিয়ে এ সপ্তাহের প্রথমে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিল।
এতেই জানানো হয়েছিল যে, এ মাসের মধ্যেই পাকিস্তানে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। গত মাসে পাকিস্তানি কর্তৃপক্ষ প্রথমবারের মতো চীনের ক্যানসিনোর ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার অনুমোদন প্রদান করে। ২০ সেপ্টেম্বরের মধ্যেই এই পরীক্ষা কার্যক্রম চালু হবে বলা জানা গেছে।
এজন্য পাকিস্তানে পাঠানো হবে ক্যানসিনোর ভ্যাকসিন এডি৫-এনকভ। গত জুন মাসে পাকিস্তানে প্রতিদিন ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিল। তবে সেটি এখন কমে ৫০০ এরও নিচে নেমে এসেছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ মানুষ। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৩৫৯ জন।