ইলিশের কেজিতে বেড়েছে ১৫০ টাকা

0

লোকসমাজ ডেস্ক॥ চলছে ইলিশের ভরা মৌসুম। গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে নদ-নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার খবর পাওয়া গেছে। এরমধ‌্যেও রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশের দাম বেড়েছে।
বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গতকাল (বৃহস্পতিবারের) তুলনায় প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাঁজার, নিউমার্কেট কাঁচাবাজার, মিরপুর-১ নম্বর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের কাছে দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, গত কয়েকদিনের তুলনায় মাছের সরবারাহ কম রয়েছে। শুনেছি জেলেদের জালে মাছ কম ধরা পড়েছে। চাহিদার তুলনায় কম থাকায় দাম একটু বাড়তি।
এ বিষয়ে কারওয়ান বাজারের মাছ বিক্রেতা শামীম হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘বাঁজারে ইলিশের চাহিদা বেশি। গত কয়েকদিন মাছ অনেক বেশি এসেছে। তাই দামও একটু কম ছিল। আজ মাছ কম এসেছে তাই দাম বেশি। এছাড়া, শুক্রবারে সব কিছুরই দাম একটু বেশি থাকে।’
মিরপুর-১ নম্বর বাজারের মাছ বিক্রেতা মিলন হাওলাদার বলেন, ‘গত কয়েকদিন মাছের দাম একটু কম ছিলো। আজকে হঠাৎই দাম বেড়েছে। সব বাজারেই একই অবস্থা। দাম বেশি হলেও চাহিদা রয়েছে। বিশেষ করে পদ্মার ইলিশের চাহিদা খুব বেশি। তাই পদ্মার ইলিশের দামও অন্যসব ইলিশের তুলনায় বেশি। ’
তিনি বলেন, ‘১ কেজি বা এর চেয়ে একটু বেশি ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গতকালও প্রতি কেজি ইলিশ ৭০০ টাকায় বিক্রি হয়েছে। আজ ৫০০ গ্রামের ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকা কেজি। যা গতকাল বিক্রি হয়েছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।’
মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, ‘ইলিশের দাম কম শুনে বাজারে এলাম। এসে দেখি উল্টো চিত্র। বাজারে ইলিশের সরবরাহ কম বলে তো মনে হচ্ছে না। কিন্তু বিক্রেতারা দাম বেশি রাখছে।’