চীনের তামা আমদানিতে নতুন রেকর্ড

0

লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে টানা লকডাউনের ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। উৎপাদন খাতের স্থবিরতা ক্রমেই কাটছে। বাড়ছে আমদানি ও রফতানি কার্যক্রম। এ ধারাবাহিকতায় দুই মাস ধরে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে তামা আমদানি বাড়িয়েছেন। এর জের ধরে জুলাইয়ে দেশটিতে তামা আমদানিতে নতুন রেকর্ড হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চীনে ব্যবহারিক ধাতুটির আমদানি বেড়েছে ৮১ শতাংশের বেশি। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৩ টন তামা আমদানি করেছিলেন। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই ছিল দেশটিতে ব্যবহারিক ধাতুটির সর্বোচ্চ মাসভিত্তিক আমদানির রেকর্ড। জুলাইয়ে চীনের বাজারে ব্যবহারিক ধাতুটির আমদানির পরিমাণ আরো বেড়ে ৭ লাখ ৬২ হাজার ২১১ টনে উন্নীত হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি বেড়েছে ১৬ দশমিক ১ শতাংশ।
শুধু আগের মাসের তুলনায় নয়, বরং আগের বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে চীনে তামা আমদানি ৮১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাইয়ে চীনা আমদানিকারকরা মোট ৪ লাখ ২০ হাজার টন তামা আমদানি করেছিলেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি বেড়েছে ৩ লাখ ৪২ হাজার ২১১ টন। এর মধ্য দিয়ে চলতি বছরের জুলাইয়ে চীনে মাসভিত্তিক তামা আমদানিতে নতুন রেকর্ড হয়েছে। একই সঙ্গে করোনা মহামারীর মধ্যে টানা দুই মাস ধরে দেশটিতে তামা আমদানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, মূলত দুটো কারণে চীনা আমদানিকারকরা তামা আমদানি বাড়িয়ে দিয়েছেন। প্রথমত, করোনা মহামারীর কারণে বিদ্যমান লকডাউন ওঠার পর থেকে গতিশীল হয়ে চীনা উৎপাদন খাত। এতে দেশটিতে তামার চাহিদা বছরের শুরুর সময়ের তুলনায় বেড়েছে। ফলে বাড়তি চাহিদার চাপ সামাল দিতে ব্যবহারিক ধাতুটির আমদানি বাড়ানো হয়েছে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে জুন-জুলাইয়ে তামার দাম অনেকটাই কম ছিল। প্রতি টন ৫ হাজার ডলারের আশপাশে বিক্রি হয়েছিল। এ সুযোগ কাজে লাগাতে ওই সময় চীনা আমদানিকারকরা ব্যবহারিক ধাতুটির আমদানি বাড়িয়ে দিয়েছেন। এ ধারাবাহিকতায় জুলাইয়ে চীনের বাজারে তামা আমদানির পরিমাণ আগের মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামের কারণে আগামী দিনগুলোয় চীনে তামা আমদানিতে প্রবৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।