জামিন নামঞ্জুর, আবার কারাগারে কাজল

0

লোকসমাজ ডেস্ক॥ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কাজলের জামিন আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক কাজলের ফেসবুক পোস্টের কারণে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের মানহানি হওয়ার মত ব্যাপার ঘটেছে বিবেচনায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, কাজলের বাম হাত অবশ, রক্ত বমি করছে, ৫৩ দিন গুম থাকার সময়ে চোখ বাধা থাকার কারণে চোখের সমস্যা- এসব কোনও কিছুই জামিন পাওয়ার জন্য যথেষ্ট হল না।
এদিকে, আদালতের নির্দেশে আজ সকালে কাজলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপ।
এ খবর শুনে মা-বোনকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান কাজলের স্ত্রী, মেয়ে ও ছেলে মনোরম পলক। কিন্তু কথা বলতে পারেননি।
মনোরম পলক বলেন, বাবাকে আজ হাসপাতালে নেওয়া হবে, কারা কর্তৃপ আমাদের জানায়নি। আমরা অন্য মাধ্যম থেকে খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে গেলে বাবার সঙ্গে কথা বলতে নিষেধ করে আমাদের দূরে থাকতে বলা হয়। আমরা দূর থেকেই দেখলাম ডাক্তাররা বাবাকে কিছুণ চেকআপ করেন। কিন্তু কোনো টেস্ট বা হাসপাতালে ভর্তির সুপারিশ করেননি।
তিনি বলেন, বাবাকে বের করে নেওয়ার সময় দেখি তিনি হাঁটতে পারছেন না। তার খুব কষ্ট হচ্ছিল। কয়েকজন তাকে ধরে গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। অনেকটা জোর করেই বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করি। বাবাও তখন কান্নায় ভেঙে পড়েন। দূর থেকেই বলেন যে, তার শরীর অনেক খারাপ। তাকে কোনো টেস্ট করা হয়নি এবং হাসপাতালে ভর্তি করানো হয়নি। এমনকি তাকে ফোন করতে ও আমাদের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয় না।
পলক জানান যে, মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময়ের মধ্যে কাজলকে হাসপাতালের বহির্বিভাগে চেকআপ করিয়ে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিএসএমএমইউ বহির্বিভাগের যে চিকিৎসকরা কাজলকে চেকআপ করেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেননি।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আদালত থেকে সাংবাদিক কাজলের শারীরিক অবস্থার প্রতিবেদন চাওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা আজ তাকে বিএসএমএমইউতে পাঠাই। হাসপাতাল কর্তৃপ তাকে চেকআপ করেছেন এবং এক মাস পর আবার নিয়ে যেতে বলেছেন।
তিনি আরও বলেন, এখানে আসার পর থেকেই কাজল কারা হাসপাতালে ভর্তি আছেন। আদালতের নির্দেশ অনুযায়ীই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আন্ডার ট্রিটমেন্টের বাইরে নন।
আদালতের নির্দেশে কাজলের সুচিকিৎসার জন্য কারা কর্তৃপরে উদ্যোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া বলেন, কাজলের অবস্থা খুব একটা ভালো নয়। যে কারণে কারা কর্তৃপ তাকে বিএসএমএমইউ এনে দেখিয়েছে। এখানে আসলে তিনি কী চিকিৎসা পেলেন, সকালে এনে এক ঘণ্টার মধ্যে চেকআপ করে তাকে নিয়ে চলে গেল, এটা আমার কাছে পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, কাজল একজন অভিযুক্ত, তিনি এখন পর্যন্ত অপরাধী নন। একজন অভিযুক্ত ব্যক্তির বিচার করতে গেলেও তার সুস্থতা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। গ্রেফতারের সময় কাজল সুস্থ ছিলেন। এখন যদি কারা কর্তৃপরে অবহেলার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাহলে আমরা কারা কর্তৃপরে বিরুদ্ধে তিপূরণ চেয়ে মামলা করতে বাধ্য হব।