করোনা নিয়ে ভুল তথ্যের ৭০ লাখ পোস্ট মুছে দিয়েছে ফেসবুক

    0

    লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী করোনায় যখন বিপর্যস্ত সারাবিশ্বের মানুষ, তখন এ মহামারি থেকে বাঁচার উপায় নিয়ে চলছে নানামুনির নানা মত-পাণ্ডিত্য। এই খেলে করোনা সারবে, ওই করলে করোনা ধরবে না- এমনই সব উপায় বাতলে দেওয়া পোস্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। এমন সব ভুল তথ্যে ভরা ৭০ লাখ পোস্ট মুছে দিয়েছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। খবর আলজাজিরার
    ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গেই রোসেন বলেন, করোনা মহামারি নিয়ে ভুল তথ্যে ভরা পোস্টে ছেয়ে গেছে ফেসবুক। এসব তথ্য জনস্বাস্থ্যের ক্ষতিকর। গত তিন মাসে এমন ৭০ লাখ পোস্ট মুছে ফেলা হয়েছে। তিনি জানান, এছাড়া প্রায় এক কোটি পোস্টে সতর্ক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এসব পোস্ট সন্দেহজনক, তবে কিছুটা কম ক্ষতিকর।
    ফেসবুকের এক ব্লগে জানানো হয়েছে, ফেসবুক এসব ক্ষতিকর পোস্ট শনাক্ত ও মুছে দেওয়ার জন্য প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। ভুল তথ্যে ভরা পোস্ট পর্যালোচনার জন্য সুনির্দিষ্ট নির্ভরযোগ্য মানুষের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে।