চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর বরখাস্ত জুভেন্টাস কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগ থেকে জুভেন্টাস ছিটকে গেছে ২৪ ঘণ্টা পার হয়নি, তার আগেই দলটির প্রধান কোচের দায়িত্ব থেকে চাকরি হারালেন মাউরিসিও সারি। ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও ইতালিয়ান সংবাদমাধ্যম থেকে শুরু করে শীর্ষ সারির ইংলিশ গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’ নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘মাউরিসিও সারিকে বরখাস্ত করেছে জুভেন্টাস।’ গত বছরের জুনে তিন বছরের চুক্তিতে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন সারি। তার অধীনে গত মাসে টানা নবম ‘সিরি আ’ শিরোপা জেতে বিয়েঙ্কোরা। কিন্তু চ্যাম্পিয়ন লিগের ব্যর্থতার পরপরই ৬১ বছর বয়সী এই কোচকে বিদায় বলে দিলো জুভরা। এদিকে অ্যাওয়ে গোল হজম করে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো জুভেন্টাস। শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিঁওর মাঠে ১-০ ব্যবধানে হার দেখে রোনালদোরা। পরে ঘরের মাঠে ২-১ গোলের জয় দেখলেও লিঁও অ্যাওয়ে গোল দেওয়ার সুবাদে ছিটকে যায় জুভেন্টাস।