ঝিকরগাছায় মহিলাকে গণধর্ষণ, ৪ জন আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় স্বামী পরিত্যক্ত এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ঝিকরগাছা পৌরসদরের পুরন্দরপুর (সাদ্দামপাড়া) এলাকায়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এরা হলো-পুরন্দরপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে আব্দুল জলিল (২৩), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (২০), আব্দুল গাজীর ছেলে আলমগীর হোসেন (৩০) ও ফজর আলীর ছেলে হাসানুর রহমান (২০)। গতকাল শুক্রবার ধর্ষিত মহিলার ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ১১ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই মহিলা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ধরে একটি ক্ষেতে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা মহিলাকে ট্রেন লাইনের ওপর ফেলে রেখে চলে যায়। পরে অচেতন অবস্থায় তাকে দেখে এক পথচারী ৯৯৯ নম্বরে কল করেন। ফোনের সূত্র ধরে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং রাতেই অভিযান পরিচালনা করা হয়। ওসি জানান, শুক্রবার সকালে বিভিন্ন স্থান থেকে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।